ফুলহামের বিপক্ষে প্রত্যাশিত জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে শুরুতে পিছিয়ে পড়লেও এডিনসন কাভানি ও পল পগবার লক্ষ্যভেদে ম্যাচটি ২-১ গোলে জিতেছে রেডডেভিলরা। এই জয়ে ১৯ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সবার ওপরে ম্যানইউ। রাতের অপর ম্যাচে বের্নার্দো সিলভা ও ইলকাই গিনদোয়ানের লক্ষ্যভেদে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে সিটির সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে তিনে লেস্টার সিটি। এছাড়া ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চারে আছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ১২ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে ফুলহাম।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd