বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ

ওপেনিংয়ে দেখা যেতে পারে সাকিব-মিঠুনকে

ম ক্রীড়া প্রতিবেদক
  ০২ আগস্ট ২০২১, ০০:০০
ওপেনিংয়ে দেখা যেতে পারে সাকিব-মিঠুনকে

আর মাত্র একদিন। মঙ্গলবারই মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। অজিদের বিভিন্ন দাবি-দাওয়া মেনে নিয়ে আয়োজন করা হচ্ছে এই সিরিজ। তাদের শর্ত মানতে গিয়ে এই সিরিজে খেলতে পারছেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। এখন নতুন শঙ্কার নাম সাকিব, সৌম্য ও মুস্তাফিজ। তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিং নিয়ে বেকায়দায় পড়েছে বিসিবি। তিনদিনের কোয়ারেন্টিন শেষে রোববার থেকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দলই অনুশীলন শুরু করেছে। এই সিরিজে দলের প্রয়োজন হলে সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন ওপেনিং করবেন বলে জানিয়েছেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো।

সদ্য-সমাপ্ত জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের ওপেনার ছিলেন সব মিলিয়ে চারজন। দেশসেরা ওপেনার তামিম ইকবাল নেই জিম্বাবুয়ে সিরিজ থেকেই। চোটের কারণে খেলছেন না অস্ট্রেলিয়ার বিপক্ষেও। লিটন দাস এই সিরিজে নেই পারিবারিক কারণে। বাকি থাকল সৌম্য সরকার আর নাঈম শেখ। এর মানে, বাংলাদেশের ১৭ জনের স্কোয়াডে বিশেষজ্ঞ ওপেনার রয়েছেন মাত্র দুইজন। তারা হলেন- দুই বাঁহাতি সৌম্য সরকার ও মোহাম্মদ নাইম। সৌম্যকে নিয়েও রয়েছে শঙ্কা। মাত্র দুই ওপেনার দিয়ে শেষ করতে হবে গোটা সিরিজ। কিন্তু ইনজুরি তো আর বলে-কয়ে আসে না! রয়েছে ফর্মহীনতার ভয়ও। কেন না, সিরিজটা ৫ ম্যাচের। এমন অবস্থায় নাঈম কিংবা সৌম্য যদি কোনো কারণে একাদশের বাইরে থাকেন, তবে ওপেনিংটা কে সামলাবেন?

রোববার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মুখোমুখি হয়েছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। সেখানেই এমন এক প্রশ্নের জবাবে টাইগার কোচ জানালেন, প্রয়োজনে সাকিব আল হাসানকে দিয়েও ইনিংস উদ্বোধন করানো হতে পারে। এ ক্ষেত্রে তার ভাবনায় রয়েছেন মোহাম্মদ মিঠুনও।

টাইগার কোচ রাসেল ডমিঙ্গো বলেন, 'আমরাও এ বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। সাকিব আমাদের দলে রয়েছে। তাকে আমরা এগিয়ে ইনিংস উদ্বোধন করাতে পারি। মোহাম্মদ মিঠুন আমাদের দলে ফিরেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে এই ফরম্যাটে তাকে দিয়েও ইনিংস শুরু করাতে পারি। তারা দুইজন আমাদের ভাবনায় রয়েছে; যদি কোনো ওপেনার ইনজুরিতে পড়ে বা অন্য কোনো সমস্যা হয়। আমি মনে করি, আমাদের পর্যাপ্ত খেলোয়াড় রয়েছে।'

সৌম্য সরকার জিম্বাবুয়ে সিরিজে চোটে পড়েন। গোড়ালির চোটে এই সফরের শেষ দুই টি২০ ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানও ফিট নন। তবে অস্ট্রেলিয়া সিরিজে সবাইকে পাওয়া যাবে বলে জানালেন ডমিঙ্গো। টাইগারদের প্রোটিয়া কোচ জানালেন, 'দলে বড় কোনো চোটের শঙ্কা নেই। সৌম্য সরকার চোট থেকে ফিরছে, যেটা জিম্বাবুয়েতে হয়েছিল। আমি আশাবাদী, সে এর মধ্যেই সুস্থ হয়ে উঠবেন।'

গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বাংলাদেশের কোচ। নিজের হতাশার কথা জানিয়ে ডমিঙ্গো বলেন, 'বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রতিনিয়ত নেতিবাচক খবর পড়া প্রচন্ড হতাশার। বুঝি না; কেন মানুষ বলে আমরা ভালো টি২০ দল নই। আমার মনে হয়, আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। আমি নিশ্চিত, উন্নতির জায়গা আছে। আমার মনে হয়, খুব ভালো টি২০ দল হওয়ার রসদ আমাদের আছে।'

নিজের সীমাবদ্ধ মেনেই এই ফরম্যাট নিয়েও অনেক আশাবাদী ডমিঙ্গো। গণমাধ্যমকে অনুরোধ করলেন, ইতিবাচক কথা বলতে, 'ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মতো আমাদের শারীরিক সামর্থ্য নেই। কিন্তু আমাদের দলে কিছু স্কিলড ব্যাটসম্যান আছে। মিডিয়ার কাছে আহ্বান করব, কিছু ইতিবাচক খবর প্রকাশ করতে, কারণ সবসময় নেতিবাচক খবর বাজে প্রভাব ফেলে। আমি আপনার সঙ্গে একেবারেই একমত না। আমি মনে করি না, আমরা খারাপ টি২০ দল। আমাদের দারুণ কিছু টি২০ খেলোয়াড় আছে। তাদের সমর্থন করা হলে ভালো কিছুই হবে। অবশ্যই, আমাদের উন্নতি করতে হবে। এর মধ্যে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। নিউজিল্যান্ডে টি২০ সিরিজটা হতাশাজনক ছিল। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলেছি এবং আমি আশা করছি, এই সিরিজেও আমরা ভালো করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে