ইনিংসের শেষ বল। চামেরার সেস্নায়ার বল উইকেট থেকে সরে গিয়ে স্কুপ করলেন মুশফিক। শর্ট ফাইন লেগের মাথার ওপর দিয়ে বল দুই বাউন্সে গেল বাউন্ডারিতে। বাংলাদেশের রান ১৬৭ থেকে এক লাফে ১৭১। শারজার উইকেটে এ পুঁজিকে যথেষ্ট মনে করেছেন ব্যাট হাতে মুগ্ধতা ছড়ানো মুশফিক।
প্রথম ইনিংস শেষে মুশফিক বলেন, 'উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমরা আইপিএল এবং শেষ কয়েকটি ম্যাচ দেখেছি গড়পড়তা ১৪০ রানের মতো হতো। আজকের উইকেট ভালো ছিল। শেষ কয়েকটি ম্যাচ দেখে বুঝেছি, সময় যত যায় এখানে ব্যাটিং করা কঠিন হয়ে যায়। তাদের দলটা এখনো তরুণ।'
নাঈমের ইনিংসের প্রশংসা করে মুশফিক যোগ করেন, 'নাঈম দারুণ ব্যাটিং করেছে। আমাদের কোনো একজন ব্যাটসম্যানের ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করার দরকার ছিল। নাঈম সেই কাজটা করেছে। শুরুতে সে দারুণ ব্যাটিং করেছে। শেষটা আমি দায়িত্ব সামলে নিয়েছি।'
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd