শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সম্ভাবনা শেষ হয়ে যায়নি কিংসের

ক্রীড়া প্রতিবেদক
  ২৪ মে ২০২২, ০০:০০

মোহনবাগানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এএফসি কাপের 'ডি' গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়ে আঞ্চলিক সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বলতে গেলে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের। তবে শনিবারই রাতের ম্যাচে গোকুলাম কেরালাকে নাটকীয়ভাবে ১-০ গোলে হারিয়ে গ্রম্নপ লড়াইটা দারুণ জমিয়ে দিয়েছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। দুই ম্যাচ শেষে চার ক্লাবের ঝুলিতেই ৩ পয়েন্ট করে। শেষ দুই ম্যাচের ফল যে কোনো দলের জন্যই হতে উঠতে পারে আশীর্বাদ। তবে এক-এক দলের জন্য সমীকরণটা এক-এক রকম। আজ ভারতের কলকাতায় সল্ট লেক স্টেডিয়ামে গোকুলাম কেরালার বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এই যেমন বসুন্ধরা কিংস যদি ভারতের গোকুলাম কেরালাকে শেষ ম্যাচে হারাতে পারে এবং মোহনবাগান ও মাজিয়ার ম্যাচটি ড্র হয় তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটির জন্য খুলে যাবে পরের রাউন্ডে ওঠার রাস্তা। যদি মোহনবাগান জিতে যায় এবং কিংসও হারিয়ে দেয় গোকুলামকে তখন দুই দলের পয়েন্ট সমান হবে এবং মোহনবাগানই উঠে যাবে পরের রাউন্ডে। কারণ হেড টু হেড লড়াইয়ে জয়ী দলটি তারা। যদি কিংস জিতে এবং অন্য ম্যাচে মোহনবাগান হেরে যায়? সেক্ষেত্রে কিংস ও মাজিয়ার পয়েন্ট হবে ৬ করে। হেড টু হেড লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠে যাবে বাংলাদেশের ক্লাবটি। দুটি ম্যাচই যদি ড্র হয় তাহলে কপাল খুলে যাবে মোহনবাগানের। যদি কিংস হেরে যায় এবং মোহনবাগানও হেরে যায় তাহলে মালদ্বীপের ক্লাবটি উঠবে পরের রাউন্ডে। কিংস যদি হেরে যায় এবং মোহনবাগান ড্র করে তখন পরের রাউন্ডের টিকিট পাবে গোকুলাম কেরালা। ফুটবলে যে কোনো ম্যাচে যে কোনো কিছু হতে পারে। মোহনবাগানের জালে ৪ গোল দেওয়া গোকুলাম কেরালা যেমন হেরে গেছে মাজিয়ার বিপক্ষে। মাজিয়া যে মোহনবাগানকে হারাতে বা রুখে দিতে পারবে না, সে নিশ্চয়তা কে দেবে? তাই শেষ ম্যাচে চার দলই খেলতে নামবে সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে