শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক
  ০২ এপ্রিল ২০২৩, ০০:০০
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি২০ শেষে মুস্তাফিজুর রহমান চট্টগ্রাম থেকে রাতে ঢাকায় ফিরে শনিবার সকালেই ভাড়া করা বিমানে চড়ে রওনা দিয়েছেন দিলিস্নর উদ্দেশ্যে -ওয়েবসাইট

বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার আইপিএলের ১৬তম আসরে বাংলাদেশি তিন ক্রিকেটার দল পেয়েছেন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি লিটন দাস প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্স এবং ফিজ দিলিস্ন ক্যাপিটালসের হয়ে খেলবেন।

গত শুক্রবার থেকেই শুরু হয়েছে এবারের আইপিএল। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের কারণে আইপিএলের শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না বাংলাদেশি ক্রিকেটাররা। কিন্তু টেস্টের চুক্তিতে না থাকায় আইপিএল খেলতে গতকাল দেশ ছেড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

শনিবার সকাল ৮টায় চার্টার্ড বিমানে করে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন ফিজ। ভারতে পৌঁছেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ২৭ বছর বয়সি এই পেসারের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুজ পেইজে বিমান যাত্রার একটি ছবি পোস্ট করে মুস্তাফিজ লিখেছেন, আইপিএল ২০২৩-এর জন্য ভারতে যাচ্ছি। দিলিস্ন ক্যাপিটালস পরিবারে আমার যোগ দেওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না।'

গত বছরের ফেব্রম্নয়ারিতে নিলামে মুস্তাফিজকে ২ কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় দিলিস্ন ক্যাপিটালস। দিলিস্নর হয়ে ৮টি ম্যাচ খেলে ৭.৬৩ ইকোনমিতে ৮ উইকেট নেন মুস্তাফিজ। অবশ্য এবার ততটা ফর্মে নেই এ পেসার। দেশের হয়ে এ বছর ৯ ম্যাচ খেলে তিনি নিতে পেরেছেন কেবল ৪ উইকেট। এমন অবস্থায় সুযোগ পেলে ফিজ কতটা জ্বলে উঠতে পারেন, তা-ই ভাবার বিষয়।

এদিকে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে দিলিস্ন ক্যাপিটালসের একাদশে ফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ দলটিতে বিদেশি পেসার হিসেবে তার সঙ্গী আনরিখ নরকিয়া নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন। তাই দিলিস্নর একাদশে মুস্তাফিজের থাকার সম্ভাবনা প্রবল।

এদিকে সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্সে কবে নাগাদ যোগ দেবেন সেটি এখনো অনিশ্চিত। তবে ধারণা করা হচ্ছে, মিরপুরে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ শেষ হলেই ভারতের বিমান ধরবেন তারা। এর আগে মুস্তাফিজের সঙ্গে একত্রে ভারতে উড়াল দেওয়ার কথা ছিল সাকিবের। তবে সাকিব-লিটনকে এখনো ছাড়পত্র দেয়নি বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে