রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১৪ বছর পর আইপিএলে লজ্জার রেকর্ড থেকে মুক্ত মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক
  ১১ এপ্রিল ২০২৩, ০০:০০

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি২০ টুর্নামেন্ট আইপিএল। ২০০৯ সালে কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। সেই আসরে একটি লজ্জার রেকর্ড গড়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক। ১৪ বছর পর তার সে রেকর্ড দখলে নিয়েছেন গুজরাট টাইটান্সের পেসার যশ দয়াল।

গত রোববার আহমেদাবাদে আইপিএলে ১৬তম আসরের ম্যাচে এক অবিশ্বাস্য সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। ইনিংসের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন কলকাতার ব্যাটার রিংকু সিং। গুজরাট পেসার যশ দয়ালের এই ওভারে কলকাতার ব্যাটাররা তুলে নেন ৩১ রান, যা আইপিএলের ইতিহাসে রান তাড়ায় নেমে শেষ ওভারে সর্বোচ্চ রান তুলে নেওয়ার রেকর্ড। এর আগে এ তিক্ত রেকর্ডটি ছিল টাইগার পেসার মাশরাফি বিন মর্তুজার। ২০০৯ সালে শেষ ৬ বলে ২১ রান তাড়া করতে গিয়ে মাশরাফির ওভার থেকে ২৬ রান তুলেছিল ডেকান চার্জাস। ১৪ বছর পর তার সে রেকর্ড এখন দখলে নিয়েছেন যশ দয়াল।

২০০৯ সালের ওই আসরে কলকাতার হয়ে ওই একটি ম্যাচই খেলেছিলেন মাশরাফি। আর সে এক ম্যাচেই শেষ মাশরাফির আইপিএল ক্যারিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে