রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বায়ার্নকে উড়িয়ে সেমির কাছাকাছি ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক
  ১৩ এপ্রিল ২০২৩, ০০:০০

বলা চলে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের মাঠে পাত্তা পেল না বায়ার্ন মিউনিখ। নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দাপট দেখিয়ে ৩-০ গোলে জার্মানদের হারিয়েছে পেপ গার্দিওলার দল। রদ্রির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোলে এগিয়ে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে বার্নার্ডো সিলভার হেড ও আর্লিং হল্যান্ডের লক্ষ্যভেদী শটে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। একই সময়ে শুরু হওয়া শেষ আটের রাতের আরেক ম্যাচে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইতালির দল ইন্টার মিলান। এই লড়াইয়ের ফিরতি লেগও মাঠে গড়াবে আগামী বুধবার, ইন্টার মিলানের মাঠে। নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বল দখলে কিছুটা এগিয়ে থাকা জার্মান দলটি দ্বিতীয়ার্ধের শুরুতে জোর চেষ্টা চালায় ঘুরে দাঁড়াতে। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করে তারা; কিন্তু পারেনি কাজে লাগাতে। দ্বিতীয় গোল খাওয়ার পর আর সেভাবে পেরে ওঠেনি তারা। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে চাপ বাড়ায় ম্যানসিটি। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে চতুর্দশ মিনিটে এগিয়েও যেতে পারত তারা। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে একটু দেরি করেন ইয়ান সমের, তার দিকে ছুটে যান আর্লিং হাল্যান্ড, শেষ মুহূর্তে কোনোমতে দলকে বিপদমুক্ত করেন সমের। ২৭ মিনিটে রদ্রির দুর্দান্ত গোলে এগিয়ে যায় ম্যানসিটি। আর ৫৭তম মিনিটে সমেরের দৃঢ়তায় ফের দ্বিতীয় গোল হজম করা থেকে বেঁচে যায় বায়ার্ন। ছয় গজ বক্সের বাইরে থেকে রুবেন দিয়াসের শটে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান তিনি। রক্ষণের ভুলেই ৭০ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। বক্সের বাইরে জ্যাক গ্রিলিশের চ্যালেঞ্জের মুখে বল হারান ডিফেন্ডার দায়দ উপেমেকানো। বল ধরে ভেতরে ঢুকে ডান দিকে ক্রস বাড়ান হল্যান্ড আর ফাঁকায় পেয়ে নিখুঁত হেডে সমেরকে পরাস্ত করেন পর্তুগিজ মিডফিল্ডার সিলভা। অবিশ্বাস্য ফর্মে ছুটে চলা হল্যান্ড স্কোরলাইনে নাম লেখান ৭৬ মিনিটে। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সে পেয়ে জন স্টোনস হেডে খুঁজে নেন হল্যান্ডকে। ম্যানসিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে নরওয়ের এই ফরোয়ার্ডের মোট গোল হলো ৪৫টি; ইংলিশ প্রিমিয়ার লিগ যুগে প্রতিযোগিতাটির কোনো খেলোয়াড়ের যা সর্বোচ্চ। এরপরও গোল করার সুযোগ ছিল ম্যানসিটির। সুযোগ ছিল বায়ার্নেরও। তবে ফরোয়ার্ডের ব্যর্থতায় গোল মিলেনি তাদের। ফলে বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বায়ার্ন মিউনিখকে। আগামী বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হবে দুই দলের দ্বিতীয় লেগের ম্যাচ। এদিকে ২০১০ সালে শিরোপা জয়ের পর থেকে প্রথমবার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে ইন্টার মিলান। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫১ মিনিটে এগিয়ে যায় তারা। সেন্টার ব্যাক আলেসান্দ্রো বাস্তোনির ক্রসে বিনা চ্যালেঞ্জে লিড এনে দেন বারেলস্না। ভিএরআরে বেনফিকা অধিনায়ক জোয়াও মারিওর হ্যান্ডবল ধরা পড়লে পেনাল্টি থেকে ৮২ মিনিটে দ্বিতীয় গোল করেন বদলি খেলোয়াড় লুকাকু। আগামী বুধবার ঘরের মাঠ সান সিরোতে পর্তুগিজ প্রতিপক্ষকে স্বাগত জানাবে ইতালিয়ান জায়ান্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে