রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টেবিল টেনিসে বাংলাদেশের ৯ পদক

ক্রীড়া প্রতিবেদক
  ১৮ মে ২০২৩, ০০:০০
সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশিপ টেবিল টেনিসে পদকজয়ী বাংলাদেশি তিন খেলোয়াড় -ওয়েবসাইট

সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশিপ টেবিল টেনিসের দ্বৈতের ফাইনালে ওঠে আশা জাগিয়েছিল বাংলাদেশ। স্বর্ণ জয়ের প্রত্যাশা থাকলেও তার পূর্ণতা দিতে পারেনি মুহতাসিন আহমেদ হৃদয়-রামহিম লিয়ন বম এবং আবুল হাশেম হাসিব-মাহতাবুর রহমান মাহি জুটি। সেরা হওয়ার লড়াইয়ে ভারতের কাছে হেরে যান তারা। ভারতের অরুণাচল প্রদেশে হওয়া এই প্রতিযোগিতায় সব মিলিয়ে দুটি রুপা ও সাতটি ব্রোঞ্জ মিলিয়ে নয়টি পদক পেয়েছে বাংলাদেশের টেবিল টেনিস খেলোয়াড়রা। 

অনূর্ধ্ব-১৯ বিভাগের ডাবলসের ফাইনালে বুধবার হৃদয়-রামহিম জুটি তৃতীয় সেট জিতলেও ভারতের জস মোদি-শ্রীবাস্তব জুটির কাছে শেষ পর্যন্ত হার মানেন ৩-১ সেটে। অনূর্ধ্ব-১৫ বিভাগে হাসিব-মাহি জুটি অবশ্য কোনো সেটে জিততে পারেনি। ভারতের অভিনন্দন-প্রিয়াঞ্জু জুটির কাছে তারা হেরে যান ৩-০ সেটে। অনূর্ধ্ব-১৯ এককের সেমিফাইনালে পথচলা থামে বাংলাদেশের হৃদয় ও রামহিমের। দুজনেই পেয়েছেন ব্রোঞ্জ।  মালদ্বীপে হওয়া গত আসরে বাংলাদেশ একটি সোনা ও পাঁচটি ব্রোঞ্জ জিতেছিল। সেবার দলগত-১৯ বিভাগে বাংলাদেশ পেয়েছিল সোনা জয়ের স্বাদ। এবার ডাবলসের দুই ইভেন্টে আশা জাগিয়েও সে স্বাদ পাওয়া হলো না তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে