রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টাইগারদের অনুশীলন শুরু ২৯ মে

২৭ মে'র পর টেস্ট দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
  ২৫ মে ২০২৩, ০০:০০
আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে টেস্টে ব্যক্তি পর্যায়ে কেউ কেউ অনুশীলন শুরু করেছেন -ফাইল ফটো

কেউ কেউ এরই মধ্যে আফগানিস্তান সিরিজকে সামনে রেখে টেস্টের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করে দিয়েছেন। লিটন কুমার দাস মঙ্গলবার ব্যাট হাতে নেমে পড়েন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বরাবরের মতো উৎসাহী মুশফিকুর রহিমও হয়তো আজ-কালের মধ্যেই ব্যাটিংটা ঝালিয়ে নিতে মাঠে নেমে পড়বেন। তবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের আগে বাংলাদেশ দলের টিম অনুশীলন শুরু হবে ২৯ মে থেকে। আর আগামী ১৪ জুন মিরপুরের হোম অব ক্রিকেটে একমাত্র টেস্টের প্রস্তুতির জন্য ২ সপ্তাহের বেশি সময় পাবেন টাইগাররা। এদিকে গত কয়েকদিন ক্রিকেট পাড়ায় একটিই কৌতুহলী প্রশ্ন, আফগানদের বিপক্ষে অনুশীলনে ডাক পাবেন কারা? তাদের সংখ্যাই বা কত? তবে খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৭-২৮ মে দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'আমরা দল চূড়ান্ত করে ফেলব দু-এক দিনের মধ্যেই। তবে জালাল ভাই (বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস) যুক্তরাজ্য থেকে ফেরার আগে দল ঘোষণা করার সম্ভাবনা খুবই কম। তিনি দেশে ফেরার পরই (বর্তমানে তিনি স্কটল্যান্ডে অবস্থান করছেন, ফিরবেন ২৭ মে) দল ঘোষণা করা হবে।' এদিকে নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আগে একটি প্রাথমিক দল ঘোষণা করবেন। সেখান থেকে টেস্ট স্কোয়াড বেছে নেওয়া হবে। এখন সে দলে ৪/৫ জন বাড়তি ক্রিকেটারের থাকার সম্ভাবনা আছে। তার কারণও আছে, প্রাথমিক দলে ডাক পাওয়া বেশ কয়েকজন পারফরমার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে ৪ দিনের ম্যাচ খেলায় ব্যস্ত থাকবেন। নির্বাচকদের সূত্র নিশ্চিত করেছে, শেষ ৪ দিনের ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে মুমিনুল হক, শরিফুল আর ইয়াসির আলী রাব্বিকে খেলানো হবে। তার মানে, তারা ২৯ মে থেকে অনুশীলনে যোগ দিতে পারবেন না। ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ৪ দিনের খেলা শেষ করে তারপর জাতীয় দলের প্র্যাকটিসে এসে যোগ দেবেন। এদিকে ধরেই নেয়া হচ্ছে ডান হাতের আঙ্গুল ফ্যাকচার হওয়া অধিনায়ক সাকিব আল হাসান আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে পারবেন না। সাকিবের পরিবর্তে কে অধিনায়কত্ব করবেন? তা নিয়েও রাজ্যের জল্পনা-কল্পনা। জানা গেছে, লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের কাউকে হয়তো ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে। সেই ৪-৮ এপ্রিলের মিরপুর শেরেবাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সর্বশেষ খেলতে নেমেছিল। এর ২ মাস ১০ দিন পর আবার আফগানদের বিপক্ষে টেস্ট। আর এই সময়ে যেহেতু খেলা হয়নি, খুব স্বাভাবিকভাবেই সর্বশেষ টেস্ট দল বহাল রাখার সম্ভাবনা খুব বেশি। তবে আইরিশদের বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে একজন আপনা-আপনি বাদ যাবেন, তিনি সাকিব আল হাসান। নির্বাচকরাও ধরে নিয়েছেন, সাকিবের পক্ষে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা সম্ভব হবে না। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক জানালেন, '৬ সপ্তাহের পরিপূর্ণ বিশ্রাম। তাই সাকিবকে টেস্টে পাওয়া যাবে না। অধিনায়ককে বাইরে রেখেই দল সাজাতে হবে।' আর তাই এখন সাকিব মানেই- টু ইন ওয়ান। তার বিকল্প নেই। তবে একজন সাকিবের পরিবর্তে দু'জন পারফরমার প্রয়োজন। মানে একজন ব্যাটার, অন্যজন বোলার। এখন সাকিবের বদলে কোন দু'জন দলে অন্তর্ভুক্ত হবেন সেটাই দেখার। যতদূর জানা গেছে বাড়তি ব্যাটার হিসেবে জাকির হাসান, সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বির দিকে চোখ নির্বাচকদের। তাদের যে কোনো একজনকে বেছে নেয়া হবে টেস্ট দলে। আর স্পিনার সাকিবের সম্ভাব্য বিকল্প হিসেবে তাইজুলের সঙ্গে আরও একজন বাড়তি বাঁ-হাতি স্পিনারের অন্তর্ভুক্তির সম্ভাবনা খুব বেশি। এমনিতে তামিম, লিটন দাস, সাদমান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল, তাসকিন আহমেদ, খালেদ, এবাদত, শরিফুল ও মাহমুদুল হাসান জয় ছিলেন সর্বশেষ টেস্ট দলে। তাইতো এখন দেখার বিষয় তাদের সঙ্গে নতুন করে কারা অন্তর্ভুক্ত হচ্ছেন এবার?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে