রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

ক্রীড়া ডেস্ক
  ২৫ মে ২০২৩, ০০:০০

এশিয়ায় আরও একটি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এজন্য আগামী ২০৩০ অথবা ২০৩৪ সালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা। এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খালিফা একথা জানিয়েছেন। ১৯৩০ সালের শুরু হয় ফুটবল বিশ্বকাপ। যার মধ্যে এ পর্যন্ত দুইবার এশিয়ায় বিশ্বকাপ আয়োজিত হয়েছে। সর্বপ্রথম ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে আয়োজন করা হয়েছিল বিশ্বকাপের। আর সবশেষ আসর ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হয় 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'। গত ২২ মে সিরিয়া ওলবানন সফরে যান এএফসির সভাপতি শেখ সালমান। সফরকালে বৈরুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানেই বাহরাইনের এই কর্মকর্তা বলেন, 'আমি মনে করি এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের সব ধরনের যোগ্যতা সৌদি আরবের রয়েছে।' বিশ্বকাপ আয়োজনের বিষয়ে সালমান বলেন, 'আমাদের সঠিক সময় বেছে নিতে হবে, সেটা হতে পারে ২০৩০ কিংবা ২০৩৪। তবে ২০৩৪ সালে হলে সেটা বেশি ভালো হবে। আমরা সেটার দিকেই তাকিয়ে আছি। তবে ২০৩০'এ যদি পরিস্থিতি অনুকূলে থাকে তবে তার জন্যও আমরা প্রস্তুত আছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে