শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিধ্বস্ত সালাহ কোনো অজুহাত খুঁজছেন না

ক্রীড়া ডেস্ক
  ২৭ মে ২০২৩, ০০:০০

চেলসিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে শেষ হয়ে গেছে লিভারপুলের ক্ষীণতম শেষ আশাও। লিগে আর একটি ম্যাচ বাকি। লিভারপুল ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। সেরা চারের সর্বশেষ দল নিউক্যাসল থেকে ৪ পয়েন্ট পিছিয়ে তারা। ফলে আর কোনো সম্ভাবনা লিভারপুলের নেই। হতাশার মৌসুম শেষে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া

জানিয়েছেন ক্লাবটির তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই মিশরীয় ফরোয়ার্ড। তাদের অবস্থান এখন পঞ্চম। ফলে আগামী মৌসুমে ইউরোপিয়ান টুর্নামেন্টের দ্বিতীয় স্তর ইউরোপ লিগে খেলতে হবে। সালাহর মনে হচ্ছে, তাতে ভক্তসহ নিজেদের মাথা হেঁট করেছেন তারা, 'আমরা আপনাদের এবং নিজেদের হেঁট করেছি।' তার প্রতিক্রিয়া, 'আমি পুরোপুরি বিধ্বস্ত। কিন্তু এর কোনো অজুহাত নেই।'

এই লিভারপুলই ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছে। তার পর তো গত আসরে হয়েছে রানার্সআপ। সেই দলটাই আগামী আসরে থাকবে না দেখে সালাহকে তা একটু বেশিই পোড়াচ্ছে, 'আগামী আসরে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে আমাদের সব কিছুই ছিল; কিন্তু ব্যর্থ হয়েছি। আমরা লিভারপুল এবং এই টুর্নামেন্টে জায়গা করে নেওয়াটা আমাদের জন্য ছিল নূ্যনতম ব্যাপার। আমি খুবই দুঃখিত। কিন্তু ইতিবাচক কিংবা মনোবল চাঙা করার মতো পোস্ট করার উপযুক্ত সময় এখনো হয়নি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে