শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সালাউদ্দিনের অনুরোধেও ফিরবেন না ছোটন

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ মে ২০২৩, ০০:০০
বাফুফের অনুরোধে সাড়া দেননি, অসন্তোষ নিয়ে বিদায় নিতে চাওয়া নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন -ফাইল ফটো

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শনির দশা যেন কাটছেই না। একেরপর এক নেতিবাচক কর্মকান্ডে সমালোচনার মুখে পড়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। তাদের হাজারো ব্যর্থতার ভিড়ে একমাত্র নারী ফুটবলই আলো জ্বেলেছিল। বছরের পর বছর নারীদের সাফল্যের রূপকার ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। দেশের নারী ফুটবলের সাফল্যের ইতিহাস আলোচনা করতে গেলে তার নাম আসবে সবার আগে। তার সর্বশেষ সাফল্য নারীদের সাফ ফুটবলের শিরোপা জেতা। সাফজয়ী সেই কোচের সরে দাঁড়ানোকে দেশের ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম। বাফুফের উদাসীনতার কারণেই ছোটনের এমন সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।

এদিকে বাফুফে ছোটনকে ফিরে আসার অনুরোধ করলেও ছোটন সাফ জানিয়ে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অনুরোধ করলেও তিনি আর ফিরছেন না বাফুফেতে।

বদলে যাওয়া নারী ফুটবলের রূপকার কোচ গোলাম রব্বানী ছোটন। ১৪ বছরের বর্ণিল যাত্রায় নারী ফুটবলকে উপহার দিয়েছেন আটটি শিরোপা। দীর্ঘ যাত্রায় অবমূল্যায়ন ছাড়া বাফুফের কাছ থেকে পাননি তেমন কিছুই। তাই নীরবেই ইতি টেনেছেন কোচিংয়ের অধ্যায়ের। তার অনুপস্থিতিতে কখনো হয়নি নারীদলের অনুশীলন। নারী ফুটবলের প্রতি তার ত্যাগ এতটাই ছিল যে, খুবই অসুস্থ অবস্থায় স্ত্রীর সহায়তা নিয়ে অনুশীলনে হাজির হয়েছেন ছোটন এমন ঘটনাও ঘটেছে। তার সঙ্গে সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন মাহবুবুর রহমান লিটু ও অনন্যা। ফুটবলার থেকে কোচ হওয়া অনন্যার কাছে ছোটনের অনুপস্থিতি চোখে পড়েছে প্রকটভাবে, 'যখন খেলোয়াড় ছিলাম তখনও দেখেছি ছোটন স্যার সবার আগে অনুশীলনে। আবার যখন কোচিং স্টাফে আসলাম, তখনও একই অভিজ্ঞতা স্যারই সবার আগে। শারীরিক অসুস্থতা নিয়েও মাঠে ছিলেন। পারিবারিক অনুষ্ঠানে গিয়েছেন অনুশীলনের আগে-পরে।'

ছোটনের অনুপস্থিতিতে শনিবার কোচ লিটু অনুশীলন করিয়েছেন। যা নিয়ে লিটু বলেন, 'গতকাল (শুক্রবার) শুধু সাইক্লিং ছিল। ছোটন শুক্রবার আসে না। আজ মাঠে অনুশীলন ছিল। ছোটন আজই প্রথম অনুপস্থিত, তাই আমি অনুশীলন করালাম।'

শনিবার বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ছোটনকে কাজে ফেরার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি অসন্তোষ নিয়ে বিদায় নিতে চাওয়া ছোটন। এ বিষয়ে ছোটন বলেন, 'কিরণ আপা আমার অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় একজন মানুষ। তার প্রতি আমার সম্মান ও ভালোবাসা আগের অবস্থানেই রয়েছে, তবে আমি আমার সিদ্ধান্তে অটল।'

আলোচনার জন্য কিরণ ছোটনকে ফেডারেশনে আসার অনুরোধ করেছিলেন। কিন্তু ফেডারেশনে না যাওয়ার কথা জানিয়ে ছোটন বলেছেন তিনি আর অনুশীলন করাবেন না। কিরণ ছাড়াও বাফুফের অন্যান্য স্টাফরাও ছোটনকে কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন। সবার অনুরোধই প্রত্যাখ্যান করেছেন তিনি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অনুরোধ করলেও তিনি তার অবস্থান পরিবর্তন করবেন না বলে জানান, 'সভাপতি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কিন্তু আমার ব্যক্তি স্বাধীনতা রয়েছে। আমি আর কাজ করতে চাই না। সেই অবস্থানেই থাকব।'

মে মাসের শেষ সপ্তাহ চললেও, এখনও এপ্রিল মাসের সম্মানী পাননি ছোটন। ৩১ মে পর্যন্ত তিনি ফেডারেশনের সঙ্গে থাকলেও অনুশীলনে যাবেন না। আজ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির অনুষ্ঠানে সেরা কোচের পুরস্কার গ্রহণের পর আগামীকাল (২৯ মে) ফেডারেশনে পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের ফুটবলের এই পরিচিত মুখ।

ছোটনের চলে যাওয়া দেশের নারী ফুটবলের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন সাবেক ফুটবলার আসলাম। কোচের এমন সিদ্ধান্তের জন্য বাফুফের ব্যর্থতাকেই দায়ী করেছেন সাবেক এই তারকা ফুটবলার, 'এই ছেলেটা আমাদের নারী ফুটবলের জাগরণ করেছে। তাকে বাদ দিয়ে কোনো কিছু ভাবার অবকাশ নেই। ও অবসরে গেছে, এটা বাফুফের ব্যর্থতা। আমার মনে হয় বাংলাদেশের বিরাট একটা ক্ষতি হয়ে গেল।'

গত বছর ১৯ সেপ্টেম্বর সাফ জয়ের পর থেকে মাঠের বাইরে নারীরা। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো ম্যাচ আয়োজন করতে পারলেও বাফুফের শুধুই অর্থের হাহাকার। প্রথমবারের মতো আয়োজনের স্বপ্ন দেখেও নারী ফ্র্যাঞ্চাইজি লিগ ঝুলে আছে উদ্বোধনী অনুষ্ঠানেই। ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় অকাল অবসরের পথে ফুটবলাররা। আসলাম বলেন, 'এত কৌশলী ফুটবলার এরা, তারাই কিনা স্বেচ্ছায় অবসরে যাচ্ছে। ওদের ক্ষুধা থাকলে তো ভালো জিনিসটা আসবে না।'

জানা গেছে, ছোটন পদত্যাগপত্র জমা দেওয়ার পর বাফুফে ছাড়তে পারেন তার দুই সহকারী লিটু এবং অনন্যাও। বাফুফের ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি কয়েক দফা বিদায়ের কথা বলেছেন নিজের মুখেই। অথচ খেলোয়াড় ও কোচিং স্টাফদের কাছ থেকে বিদায় নিয়েও, বেতন নিয়ে দর-কষাকষি করে আবার থেকে যাচ্ছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে