শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাফ নিয়ে আশাবাদী বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ২৯ মে ২০২৩, ০০:০০

গ্রম্নপে শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশের ফুটবলাররা। প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে বদ্ধপরিকর তারা। সাফ চ্যাম্পিয়নশিপের আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ২১ জুন মাঠে গড়াবে ১৫তম আসর। এরই মধ্যে গ্রম্নপ, সূচি, ভেনু্য সবকিছুই নির্ধারিত হয়ে গেছে। ৪ জুন অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

সাফে সবশেষ ২০০৩ সালে প্রথম ও একমাত্র শিরোপার মুখ দেখে বাংলাদেশ। এরপর ২০০৫ সালে রানার্সআপ হওয়া ছাড়া কোনো সাফল্য নেই লাল-সবুজদের। সাফ চ্যাম্পিয়নশিপে এবারের আসরে বাংলাদেশ আছে গ্রম্নপ 'বি'-তে। 'এ' গ্রম্নপের বাকি তিন দল লেবানন, ভুটান ও মালদ্বীপ; যারা সবাইর্ যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবুও সাফ মিশন নিয়ে আশাবাদী ফুটবলাররা।

গোলরক্ষক আনিসুর রহমান জিকো বলেন, 'আমাদের টার্গেট হচ্ছে সেমিফাইনাল। যদিও গ্রম্নপের বাকি তিন দলই আমাদের চেয়ে শক্তিশালী। আমরা চাইব লেবাননের সঙ্গে অন্তত ড্র করা। মালদ্বীপ ও ভুটানের সঙ্গে টার্গেট জয়। মাঠে সবকিছু দিতে পারলে সম্ভব (জয়)।'

ডিফেন্ডার তপু বর্মণ বলেন, 'যখনই আপনি আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাবেন তখন ভালো ফিটনেস লাগবে। খেলার মধ্যে থাকলে খুব ভালো। আমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না। যেহেতু এর আগে আমরা কম্বোডিয়ার সঙ্গে একটা ম্যাচ খেলব।'

এদিকে এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দলের অংশগ্রহণ নিয়ে জল ঘোলা কম হয়নি। প্রথম সিদ্ধান্তে দল না যাওয়ার কথা থাকলেও গোপন ব্যালটে ভোটের মাধ্যমে এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেয় বিওএ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে