রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পর্তুগালের টানা তৃতীয় জয়

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব
ক্রীড়া ডেস্ক
  ১৯ জুন ২০২৩, ০০:০০
গোল করে উচ্ছ্বসিত পর্তুগালের ব্রম্ননো ফার্নান্দেস

ইউরো বাছাইয়ে পর্তুগালের প্রথম দুই ম্যাচে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিখটেনস্টাইন ও লুক্সেমবার্গের বিপক্ষে জালের দেখা পেলেও তৃতীয় ম্যাচে তাকে হতাশ করলো লাইন্সম্যানের বাঁশি। তিনি লক্ষ্যভেদ করলেও অফসাইডে গোলটি বাতিল হয়। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে অবশ্য বড় জয়ই পেয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল, জোড়া গোল করে নায়ক ব্রম্ননো ফার্নান্দেস। শনিবার রাতে ৩-০ গোলে বসনিয়াকে হারিয়ে শতভাগ সাফল্য ধরে রেখেছে পর্তুগিজরা।

বার্নার্ডো সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন ব্রম্ননো ফার্নান্দেস। আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতল পর্তুগাল। ৯ পয়েন্ট নিয়ে 'জে' গ্রম্নপের শীর্ষে আছে রবের্তো মার্তিনেসের দল পর্তুগাল। একই রাতে হওয়া গ্রম্নপের আরেক ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেস্নাভাকিয়া। আর লিখটেনস্টাইনের বিপক্ষে ২-০ গোলে জয়ী লুক্সেমবার্গ ৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।

এদিন লিসবনে প্রথম ২০ মিনিটের এলোমেলো ফুটবলের পর আচমকা গোল খেতে বসেছিল স্বাগতিক পর্তুগাল। ডান দিক থেকে দূরের পোস্টে বিপজ্জনক ক্রস বাড়ান বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বারিসিচ, ক্রসবার ঘেঁষে জালে ঢুকতে যাওয়া বল শেষ মুহূর্তে কোনোমতে ফেরান গোলরক্ষক দিয়েগো কস্তা। ম্যাচের ২৪ মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে জালে বল পাঠান রোনালদো। তবে পরিষ্কার অফসাইডে ছিলেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা। ম্যাচের ৪৪ মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। মাঝমাঠে রোনালদো দুজনের কড়া চ্যালেঞ্জ সামলে খুঁজে নেন ব্রম্ননো ফার্নান্দেসকে। আর তিনি থ্রম্ন বল বাড়ান বার্নার্ডো সিলভাকে। অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে প্রথম ছোঁয়ায় দারুণ চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ী মিডফিল্ডার। বিরতির পরও টানা আক্রমণে চাপ ধরে রাখে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা; কিন্তু তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না তারা।

ম্যাচের ৭৭ মিনিটে অবশেষে দ্বিতীয় গোলের দেখা মেলে। ডান দিক থেকে রুবেন নেভেসের ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল ঠিকানায় পাঠান ম্যানইউয়ের মিডফিল্ডার ফার্নান্দেস। বসনিয়ার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও প্রায় শেষ হয়ে যায়। ৮৯ মিনিটে জোরাল শটে দিয়াগো কস্তার পরীক্ষা নেন বসনিয়ার সাইদ হামুলিচ। দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কস্তা। চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জোরাল শটে ব্যবধান আরও বাড়ান ফার্নান্দেস। এবারের বাছাইয়ে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি পর্তুগাল। তিন ম্যাচে তারা গোল করল ১৩টি। শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে