রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাউথ এশিয়ান দাবায় ওয়াদিফা রানারআপ

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ জুন ২০২৩, ০০:০০

নেপালের কাঠমুন্ড শহরে অনুষ্ঠিত সাউথ এশিয়ান দাবা কাউন্সিল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ রানারআপ হয়েছেন। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা ৭ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপ হন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ৭ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান লাভ করেন। ওপেন বিভাগে ৯ খেলায় সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ষষ্ঠ ও ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক সপ্তম স্থান লাভ করেন। গতকাল রোববার ওপেন বিভাগের নবম বা শেষ ও মহিলা বিভাগের সপ্তম বা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। মহিলা বিভাগের সপ্তম রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ নেপালের সুজানা লোহানিকে পরাজিত করেন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার চিটলাঙ্গে সাক্ষির কাছে হেরে যান। ওপেন বিভাগের নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক পাকিস্তানের ফিদে মাস্টার আমির করিমকে ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ভুটানের দেচেন দর্জিকে পরাজিত করেন। ওপেন বিভাগে সাড়ে আট পয়েন্ট নিয়ে ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ অপরাজিত চ্যাম্পিয়ন ও সাড়ে সাত পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ড মাস্টার সায়ন্তন ঘোষ রানার-আপ হন। মহিলা বিভাগে ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার চিটলাঙ্গে সাক্ষি ৭ খেলায় পূর্ণ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। উভয় বিভাগের খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ওপেন বিভাগে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও পাকিস্তানের ১০ জন খেলোয়াড় এবং মহিলা বিভাগে বাংলাদেশ, ভারত ও নেপালের ৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে