রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
সংবাদ সংক্ষেপ

সাফের ভেনু্যতে ভোগান্তি বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ জুন ২০২৩, ০০:০০

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু ছয় দিন আগেই ভেনু্যতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু কিছুতেই শুরুর দিন থেকে পিছু নেওয়া ভোগান্তিকে পাশ কাটানো সম্ভব হচ্ছে না জামাল ভূঁইয়াদের। ব্যাঙ্গালুরুতে পা রাখার পর থেকেই বাংলাদেশের সঙ্গী হয়েছে ভোগান্তি। শুরুটা হয় বিদেশি কোচিং স্টাফদের দিয়ে। সাধারণত বিদেশি কোচিং স্টাফরা ই-ভিসা নিয়ে যান দলের সঙ্গে। কিন্তু ভারতে পৌঁছে ই-ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে এয়ারপোর্টেই দেড় ঘণ্টার বেশি সময় কাটাতে হয়েছে জাতীয় দলের স্টাফ ও খেলোয়াড়দের।

টানা ভ্রমণের পর বিশ্রাম না পাওয়ায় খেলোয়াড়রা বেশ ক্লান্ত হয়ে পড়েন। আর সোহেল রানার তো ফ্লাইটেই জ্বর চলে আসে। জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান সংবাদমাধ্যমকে জানান, 'বিমানবন্দরে আমাদের প্রায় দেড় ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে কোচদের ই-ভিসা সংক্রান্ত বিষয়ে। এতে সবার মধ্যে ক্লান্তি আরও বেশি ভর করে। ম্যাচের পরদিনই খেলোয়াড়রা রওনা দিয়েছিল। কম্বোডিয়া থেকে থাইল্যান্ড, এরপর ভারত। লম্বা ভ্রমণে সোহেল রানার (সিনিয়র) কিছুটা জ্বর এসেছে। আরও দুয়েকজনও একটু ক্লান্ত।'

এয়ারপোর্ট থেকে ছাড়া পেয়ে টিম হোটেলে যায় বাংলাদেশ। কিন্তু সেখানেও দুর্ভাগ্য পিছু ছাড়েনি তাদের। চেক-ইনে লাগে অতিরিক্ত সময়। যেই হোটেলে দল ওঠে, সেটির কক্ষগুলোও ছোট। খাবারদাবারের মানও ভালো না। যে কারণে খেলোয়াড়দের ও কোচিং স্টাফদের পড়তে হয় ব্যাপক ঝামেলায়।

আর সে কারণেই একদিন পর নতুন হোটেলে উঠতে হয় টিম বাংলাদেশকে।

আমের খান বলেন, 'আমরা যে হোটেলে উঠেছি, তা সুবিধার নয়। হোটেলের খাওয়াদাওয়া আর পরিবেশও আমাদের প্রত্যাশিত মানের ছিল না। ফলে বাধ্য হয়ে সকাল থেকে হোটেল খুঁজতে থাকি। সন্ধ্যার দিকে নতুন হোটেলে উঠেছি। এই হোটেলে ভারত ও কুয়েত উঠবে। আমরাও এখানে থাকতে চাওয়ার বিষয়টি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জানিয়েছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে