রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বয়সভিত্তিক দুই সাফের সূচি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক
  ০৫ আগস্ট ২০২৩, ০০:০০

বয়সভিত্তিক দুই সাফ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে হবে সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ। ২১ থেকে ৩০ সেপ্টেম্বর নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। শুক্রবার এই দুই টুর্নামেন্টের বাংলাদেশ দলের বাজেট নিয়ে আলোচনা হয়েছে ডেভেলপমেন্ট কমিটির সভায়। সেই সঙ্গে চূড়ান্তসূচিও প্রকাশ করেছে বাফুফে। দু'টি টুর্নামেন্টের জন্যই বাফুফের এলিট একাডেমির ফুটবলারদের নিয়ে দল গড়া হয়েছে। সাফের অনূর্ধ্ব ১৬ বয়সভিত্তিক আসরটি হবে ভুটানে। দুই গ্রম্নপে মোট ৬ দল খেলবে। বাংলাদেশ পড়েছে গ্রম্নপ 'এ'-তে। যেখানে তাদের সঙ্গী হয়েছে ভারত ও নেপাল। গ্রম্নপ 'বি'তে রয়েছে ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান। ১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, এরপর ৩ সেপ্টেম্বর খেলবে নেপালের বিপক্ষে। গ্রম্নপ পর্ব শেষে ৭ সেপ্টেম্বর দুই গ্রম্নপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে হবে দু'টি সেমিফাইনাল। ১০ সেপ্টেম্বর হবে ফাইনাল ম্যাচ।

অন্যদিকে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপ হবে নেপালে। যেখানে 'বি' গ্রম্নপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও ভুটান। গ্রম্নপ 'এ'-তে স্বাগতিক নেপালের সঙ্গী মালদ্বীপ ও পাকিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। ২৩ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় গ্রম্নপ ম্যাচটি খেলবে লাল-সবুজরা। ২৭ সেপ্টেম্বর হবে দু'টি সেমিফাইনাল। ৩০ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে অনূর্ধ্ব ১৯ সাফের। সবগুলো ম্যাচই হবে দশরথ স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে