রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এএফসি কাপের জন্য প্রস্তুত কিংস অ্যারেনা

ক্রীড়া প্রতিবেদক
  ০৬ আগস্ট ২০২৩, ০০:০০

বাংলাদেশের ফুটবল অঙ্গনে পা রেখেই সব হিসাব-নিকাশ বদলে দিতে শুরু করেছে বসুন্ধরা কিংস। ক্লাবটি অভিষেকের পর হ্যাটট্রিক লিগ শিরোপা জিতে নতুন দিনের জানান দিচ্ছে। গেল মৌসুমে টানা চতুর্থ শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। ২০১৮ সালে ঘরোয়া শীর্ষ লিগে যাত্রা শুরু করে কিংস। এরপর তারা নিজেরাই তৈরি করে তাদের নিজস্ব স্টেডিয়াম। যার নাম বসুন্ধরা কিংস অ্যারেনা। যেখানে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এ বছর আন্তর্জাতিক ইভেন্ট এএফসি কাপ আয়োজনের জন্যও প্রস্তুত কিংস অ্যারেনা। কিছুদিন আগেই এএফসির প্রতিনিধি দল স্টেডিয়ামটি পরিদর্শন করে গেছে।  

এএফসি কাপের ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিই এ মাসের মধ্যেই নেওয়া হবে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। তিনি বলেন, 'এএফসি প্রতিনিধি দল কিছুদিন আগেই আমাদের এখানে পরিদর্শন করে গেছে। তাদের কিছু চাহিদা ছিল। আমরা সেগুলো পূরণ করতে কাজ করছি। আশা করি, এ মাসের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে। এ বছর এই মাঠেই আমরা এএফসি কাপ ম্যাচের আয়োজক হতে পারব।'

এমন সুযোগে উচ্ছ্বসিত বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রম্নজোনও। তিনি বলেন, 'আমরা বসুন্ধরা কিংস অ্যারেনায় এএফসি কাপের ম্যাচ খেলতে পারলে বিষয়টা দারুণ হবে। সমর্থকদের পাশে পাওয়া যাবে।'

বসুন্ধরা কিংস অ্যারেনায় এখন পর্যন্ত কোনো হারের রেকর্ড নেই ক্লাবটির। এএফসি কাপের ম্যাচ এখানে আয়োজিত হলে দলটির খেলোয়াড়দের জন্য বাড়তি অনুপ্রেরণা দিবে বলে মনে করেন কিংসের কোচ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে