রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমস বক্সিংয়ে পদক জয়ের স্বপ্ন

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ আগস্ট ২০২৩, ০০:০০
'এশিয়ান গেমসে প্রতিযোগিতা করার জন্য আমাদের দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা নিতে হবে। আমরা ঘরোয়াভাবে তিন মাসের যে প্রস্তুতি নিচ্ছি, তাতে ভালো ফল পাওয়া খুব কঠিন। সবকিছু মিলিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা করছি, যেন দেশকে কোনো একটা অর্জন এনে দিতে পারি।' -সেলিম হোসেন

হাংজুতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস সামনে রেখে কঠোর অনুশীলন করছেন বক্সার সেলিম হোসেন ও আবু তালহা। এশিয়ান গেমসে এই ডিসিপিস্ননে পদক জয়ের স্বপ্ন দেখছেন তারা। এদিকে নাগরিকত্ব জটিলতার কারণে এখনো নিশ্চিত হয়নি জিনাত ফেরদৌসের এশিয়ান গেমসে অংশগ্রহণ। বাংলাদেশি বংশোদ্ভূত এই বক্সারকে এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করছে ফেডারেশন।

মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন বক্সার সেলিম হোসেন ও আবু তালহা। এশিয়ান গেমসের আগে খুব কম সময় পেয়েছেন তারা। কারণ শেষ মুহূর্তে এশিয়াডে বক্সার পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

এশিয়ান গেমসে বক্সিংয়ে এবার ১৩টি ওয়েট ডিভিশন থাকলেও মাত্র দুটি ইভেন্টে অ্যাথলিট পাঠাচ্ছে বাংলাদেশ। যেখানে ৫৭ কেজির ফেদারওয়েটে লড়বেন সেলিম হোসেন ও ৫১ কেজির ফ্লাইওয়েটে আবু তালহা।

দীর্ঘদিন ধরেই বক্সিংয়ে নেই কোনো আন্তর্জাতিক পদক। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে এই বক্সিংয়ের হাত ধরে প্রথম পদক পেয়েছিল বাংলাদেশ। তাই আসন্ন এশিয়াডে এই ডিসিপিস্ননে পদক পাওয়ার স্বপ্ন দেখছেন দেশসেরা বক্সার সেলিম হোসেন। তিনি বলেন, 'এশিয়ান গেমসে পদক এসেছিল আমাদের রাজশাহীর মোশারফ ভাইকে দিয়ে। আমিও রাজশাহীর ছেলে। আমিও চাই ওনার মতো পদক জিততে। আমি আমার চেষ্টা করব। তারপর আলস্নাহর ইচ্ছা।'

বড় এই ইভেন্টে যাওয়ার আগে পর্যাপ্ত সময় পাননি এই বক্সাররা। যা নিয়ে কিছুটা আক্ষেপও কাজ করছে তাদের।

সেলিম বলেন, 'এশিয়ান গেমসে প্রতিযোগিতা করার জন্য আমাদের দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা নিতে হবে। আমরা ঘরোয়াভাবে তিন মাসের যে প্রস্তুতি নিচ্ছি, তাতে ভালো ফল পাওয়া খুব কঠিন। সবকিছু মিলিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা করছি, যেন দেশকে কোনো একটা অর্জন এনে দিতে পারি।'

এদিকে এখনো নাগরিকত্ব জটিলতা কাটেনি বাংলাদেশি বংশোদ্ভূত বক্সার জিনাত ফেরদৌসের। এশিয়ান গেমসে এই বক্সারকে অন্তর্ভুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করছে বক্সিং ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেন, 'বাংলাদেশে এসে সে (জিনাত) ৮-১০ দিন অনুশীলন করেছে। ওর ওজনে বাংলাদেশি যে খেলোয়াড় আছে, তার তুলনায় সে অনেক ভালো। ভালো খেলোয়াড়কেই তো আমি নেব। সে আলোকে কাগজপত্র মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। আশা করা যায় সে আমাদের সঙ্গে যেতে পারবে। নাও যদি হয়, তবে আগামীতে এসএ গেমসে সে বাংলাদেশের হয়ে খেলবে সে নিশ্চয়তা দিচ্ছি।'

এশিয়ান গেমস না খেলতে পারলেও বাংলাদেশের হয়ে পরবর্তী সব আন্তর্জাতিক ইভেন্টে জিনাত ফেরদৌস অংশগ্রহণ করতে পারবেন বলেও আশা বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে