রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বার্সাকে পেনাল্টি না দেওয়ায় রেফারির শাস্তি

ক্রীড়া ডেস্ক
  ২০ আগস্ট ২০২৩, ০০:০০

গেতটফের বিপক্ষে বার্সেলোনাকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছে স্পেনের রেফারিদের টেকনিক?্যাল কমিটি। এ কারণে ওই ম্যাচে দায়িত্ব পালন করা রেফারি সেসার সোতো গ্রাদো শাস্তি পেয়েছেন। চলতি সপ্তাহে কোনো ম্যাচ পরিচালনায় থাকছেন না গ্রাদো।

গত রোববার ম্যাচের শেষদিকে যোগ করা সময়ে ঘটে এ ঘটনা। বক্সের ভেতরে রোনালদো আরাউহোকে ফাউল করেন গেতাফের ডিফেন্ডার হুয়ান ইগলেসিয়াস। ভিএআর দেখেও পেনাল্টি দেননি গ্রাদো। বিল্ড-আপের সময় বার্সেলোনার গাভির 'হ্যান্ডবল' দেখতে পান রেফারি। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে সমালোচনা করেন জাভি হার্নান্দেজ।

বার্সেলোনা কোচ অভিযোগ করেন, লিগ শুরুর আগে যা আলোচনা হয়েছিল রেফারি তা অনুসরণ করেননি। তিনি বলেন, 'আমার চোখে কোনো হ্যান্ডবল ধরা পড়েনি। তারা বলেছিলেন, পরিষ্কার হ্যান্ডবল ছাড়া তারা বাঁশি বাজাবেন না।'

গেটাফে-বার্সেলোনার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আজ রোববার কাদিসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ওইদিনই জিরোনার মুখোমুখি হবে গেটাফে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে