শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
ক্রীড়া ফেডারেশন ফোরাম

কোহিনূর সভাপতি তুহিন সা. সম্পাদক

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কোহিনূর সভাপতি তুহিন সা. সম্পাদক

দেশে প্রায় ৫৮টি ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন রয়েছে। যেখানে হাজার হাজার ক্রীড়াবিদ তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করে থাকেন। ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের নানা স্বার্থ রক্ষায় কাজ করে থাকে বাংলাদেশ ফেডারেশন ফোরাম। ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকদের সমন্বয়ে এই সংগঠনের নেতৃত্বে কিছুটা পরিবর্তন এসেছে। রোববার রাতে শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ফেডারেশন ফোরামের সভা। সেখানেই হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূরকে সভাপতি এবং বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে কমিটির অন্য পদগুলো সুবিন্যাশ করা হবে বলে জানিয়েছেন কোহিনূর। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার ও ঢাকা উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুল গাফফার, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউ রহমান পালোয়ান, সাঁতারের সাধারণ সম্পাদক এমবি সাইফ, হকির সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ, ভারোত্তোলন সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. নজরুল ইসলাম, রোলার স্কেটিং সম্পাদক আহমেদ আসিফুল হাসান, জিমন্যাস্টিকের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু, সাইক্লিংয়ের সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী স্বপন, টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. হায়দারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে