বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

মিরপুরের উইকেটে পেসারদেরও ভূমিকা দেখছেন ফার্গুসন

ক্রীড়া ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মিরপুরে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের লকি ফার্গুসন -ওয়েবসাইট

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ স্কোয়াডে পেসার আছেন কেবল তিনজন। ধারণা করাই যায় মিরপুরের চিরায়ত মন্থর ও নিচু বাউন্সের উইকেটে খেলতে চাইছে স্বাগতিকরা। এই ধরনের উইকেট বেশ কয়েকজন পেসার নিয়ে এসেছে কিউইরা। অধিনায়ক ও দলের অন্যতম সেরা গতিময় পেসার লকি ফার্গুসন কন্ডিশন বিরূপ হলেও এখানে পেসারদের বড় ভূমিকা দেখছেন।

মিরপুরে সব সময়ই কম গতির বোলাররা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিউইদের স্কোয়াডে পেসার আছেন পাঁচজন। অনিয়মিত মিলিয়ে স্পিনার চারজন। এরমধ্যে ইশ সোধি আর রাচিন রবীন্দ্রকেই রাখতে হবে মূল ভূমিকা। তবে ফার্গুসন, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলান ও বেস্নয়ার টিকনারদের নিয়ে গড়া পেস আক্রমণ একদম নির্বিষ থাকার কথা না।

বুধবার মিরপুরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে ফার্গুসেন বলেন, 'এরকম কন্ডিশনে কি করতে হয় ভালোই জানা আছে তার। অবশ্যই ভিন্ন রকমের কন্ডিশন। কিন্তু আমাদের যেমন অভিজ্ঞতা আছে, আমরা জানি উপমহাদেশে পেসারদের কীভাবে ভিন্ন ভূমিকা নিতে হয়। এমন না যে সব সময় উইকেট নিতে হবে। অনেক সময় রান আটকে রাখার কাজ করতে হবে, যাতে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারে।'

গত মার্চে ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজেও পেসারদের ভালো করতে দেখেন তিনি। সেই সিরিজটাও আত্মবিশ্বাস দিচ্ছে তাকে। তিনি বলেন, 'যদিও আমি ইংল্যান্ড সিরিজের হাইলাইটস দেখছিলাম, তখন পেসাররাও বেশ কিছু উইকেট পাচ্ছিলো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে