শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শক্তিধর ভারতের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
শক্তিধর ভারতের মুখোমুখি বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ২৩ সেপ্টেম্বর হলেও মঙ্গলবার ফুটবল দিয়ে অনানুষ্ঠানিকভাবে মাঠে গড়িয়েছে এশিয়ান গেমস। গেমসে আজ শক্তিধর ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে আত্মঘাতী গোলের হার দিয়ে শুরু হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের। আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় চীনের জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি।

টুর্নামেন্টে বাংলাদেশের গ্রম্নপে ('এ' গ্রম্নপ)র্ যাংকিংয়ে শক্তিধর চীনের (৮০) পরই ভারতের অবস্থান। ভারতের বর্তমান ফিফার্ যাংকিং (৯৯)। যেখানে বাংলাদেশ আছে ১৮৯তম স্থানে। প্রথম ম্যাচে যে মিয়ানমারের কাছে বাংলাদেশ হেরেছে তাদেরর্ যাংকিং ১৬০তম। তাই ৯০ ধাপ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে আজ লড়াইটা সহজ হবে না বাংলাদেশের জন্য। যদিও এখানে খেলবে দুই দেশেরই অলিম্পিক দল। প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে বাংলাদেশ হেরেছে ১-০ গোলে। ভারতের শুরুটাও অবশ্য খুব ভালো হয়নি। তারা শক্তিধর চীনের কাছে ৫-১ গোলে হেরে গ্রম্নপ পর্বের লড়াই শুরু করেছে। এই গ্রম্নপে ৩ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চীন। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মিয়ানমার। গ্রম্নপে নিজেদের শেষ ম্যাচে ২৪ সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে