শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ভিন্ন সময়ে বিপিএল আয়োজনের পক্ষে মেহেদী মিরাজ

আপনি দেখেন বিশ্বে এখন এতো বেশি টুর্নামেন্ট হচ্ছে, এতো বেশি খেলা হচ্ছে আপনার হয়তো আন্তর্জাতিক খেলাটাও অনেক বেশি। আমাদের হয়তো আন্তর্জাতিক খেলার সঙ্গে সূচি মিলিয়ে এই বিপিএলটা সেট করা হয়। সে জন্য হয়তো এইভাবে চিন্তাভাবনা করছে
ক্রীড়া প্রতিবেদক
  ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনুশীলনে মেহেদী হাসান মিরাজ -ফাইল ফটো

বিপিএলের দশম আসরের পর্দা উঠবে আগামী ১৯ জানুয়ারি। সাত দল নিয়ে এবার অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দেশের একমাত্র টি২০ প্রতিযোগিতার আসর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৪৩ দিনে মোট ৪৬ ম্যাচ হবে।

বিপিএলের এই সময়ে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ আরব আমিরাতে ফ্র?্যাঞ্চাইজিভিত্তিক লিগ চলবে। এ কারণে বিদেশি ক্রিকেটারদের নিতে বেগ পেতে হচ্ছে বিপিএলের ফ্র?্যাঞ্চাইজিগুলোকে। পাকিস্তান থেকে অধিকাংশ ক্রিকেটার আসলেও পিএসএল শুরু হলে তাদের পাওয়া যাবে না। এ ক্ষেত্রে নতুন করে ক্রিকেটার আনতে হবে ফ্র?্যাঞ্চাইজিগুলোকে।

মেহেদী হাসান মিরাজের কাছে প্রশ্ন ছিল, বিপিএলের মৌসুমে বিশ্বে বেশ কয়েকটি ফ্র?্যাঞ্চাইজিভিত্তিক লিগ চলছে, এই আয়োজন ভিন্ন সময়ে হলে ভালো হতো কি না। ঘুরিয়ে ফিরিয়ে ফরচুন বরিশালের এই অলরাউন্ডার যে উত্তর দিয়েছেন তা হচ্ছে হঁ্যা বোধক।

মিরাজ বলেন, 'যারা বিপিএল করছে তারা যদি এসব বিষয় নিয়ে চিন্তা করে যে একই সময়ে হয়তো ওয়ার্ল্ডে ছয়টা লিগ চলছে, যখন তিনটা লিগ থাকবে ওই সময়ে যদি আমাদের বিপিএল হয় তখন হয়তো আমাদের অনেক পেস্নয়ার অ্যাভেইঅ্যাবল হবে।'

কর্তৃপক্ষের কাছে আলোচনার আহ্বান জানিয়ে মিরাজ আরও বলেন, 'তারা (বিপিএল কর্তৃপক্ষ) যদি বসে আলোচনা করে, টুর্নামেন্ট কমিটি আছে তারা বসে আলোচনা করে তাহলে অবশ্যই ভালো হবে।'

তবে মিরাজ মনে করেন আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে মূলত বিপিএল এই সময়ে আয়োজন করা হচ্ছে, 'আপনি দেখেন বিশ্বে এখন এতো বেশি টুর্নামেন্ট হচ্ছে, এতো বেশি খেলা হচ্ছে আপনার হয়তো আন্তর্জাতিক খেলাটাও অনেক বেশি। আমাদের হয়তো আন্তর্জাতিক খেলার সঙ্গে সূচি মিলিয়ে এই বিপিএলটা সেট করা হয়। সে জন্য হয়তো এইভাবে চিন্তাভাবনা করছে।'

মিরাজ বলেন, 'বিশ্বকাপের আগে বিপিএলটা হচ্ছে, এটা অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে, ভালো প্রস্তুতিটা থাকবে। বিশ্বকাপের আগে আমরা যদি এরকম একটা টুর্নামেন্ট খেলি, আমাদের বিরাট একটা সুবিধা থাকবে। এখানে পারফর্ম করলে বিশ্বকাপে গিয়ে খেলাটা সহজ হবে।'

তিনি আরও বলেন, 'গত বছর যেমন বিপিএল থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে, শান্ত পারফর্ম করেছে, তাওহিদ হৃদয় পারফর্ম করেছে। ওদের কিন্তু এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা একটু সহজ হয়ে গিয়েছে। শান্ত কিন্তু টানা দেড় বছরে আন্তর্জাতিকে অনেক রান করেছে। হৃদয় অনেক রান করেছে। এটা কিন্তু একটা প্রভাব পড়ে যে, বিপিএলে ভালো খেললে আন্তর্জাতিকে আমরা সার্ভিস দিতে পারব। তো এখানে পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ।'

কেন পারফর্ম করা গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যায় মিরাজ বলেন, 'কারণ এখানে বিশ্বের অনেক ক্রিকেটার আসবে। ওদের সঙ্গে ভালো খেলা, ড্রেসিং রুম ভাগাভাগি করা, অনেক কিছু শেখা যায়। একটা পরিবেশের মধ্যে থাকা হয়। আশা করি, এটা খুব গুরুত্বপূর্ণ হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে