শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সেই ইমরানুর-শিরিনই দ্রম্নততম মানব-মানবী

ক্রীড়া প্রতিবেদক
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সেই ইমরানুর-শিরিনই দ্রম্নততম মানব-মানবী

দীর্ঘ এক বছর পর আবারও সরব হয়েছে দেশের অ্যাথলেটিক্স। তবে তেমন কোনো নতুনত্ব নেই। পুরনোরাই চালিকা শক্তি হিসেবে রয়েছেন। শুক্রবার জাতীয় অ্যাথলেটিক্সের মূল ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে সেরা সেই ইমরানুর রহমান এবং শিরিন আক্তার। ইলেকট্র্রোনিক্স টাইমিংয়ে ১০ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে লন্ডন প্রবাসী ইমরানুর দ্রম্নততম মানব এবং ১২ দশমিক ১১ সেকেন্ডে দ্রম্নততম মানবী হয়েছেন নৌবাহিনীর শিরিন। খেতাবের সংখ্যা হিসাব করলে শিরিনের ১৫তম এবং ইমরানুরের চতুর্থতম।

দেড় ঘণ্টার উদ্বোধনী বক্তব্য সাবেক দ্রম্নততম মানবী নাজমুন্নাহার বিউটি ও পোলভল্টার শরিফুল হাসানের মশাল নিয়ে দৌড়ানোর সময় আগুনের গোলা পড়ে যাওয়া, স্টেডিয়ামজুড়ে কর্মকর্তাদের ছবি থাকলেও সাবেক কৃতী অ্যাথলেটদের ছবি নেই। এমন অব্যবস্থাপনাই ধরা পড়েছে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায়। ঘরোয়া অ্যাথলেটিক্সের নিরিখে টাইমিংয়ের উন্নতি করেছেন ইমরানুর ও শিরিন। ২০২২ সালের ডিসেম্বরে সবশেষ আসরে ইমরানুরের ১০ দশমিক ৪৯ ও শিরিনের টাইমিং ছিল ১২ দশমিক ২০ সেকেন্ড। তবে আন্তর্জাতিক আসরের তুলনায় অবশ্য সময় বেশি নিয়েছেন এই দুই অ্যাথলেট। গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন স্বীকৃত লন্ডনে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে ইমরানুর সময় নিয়েছিলেন ১০ দশমিক ১১ সেকেন্ড। শিরিনের আন্তর্জাতিক সেরা টাইমিং অতটা ভালো নয়। দু'দিন আগে এসে জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিলেও প্রবাসী স্প্রিন্টার ইমরানুর পাখির চোখ করেছেন এ মাসে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠেয় এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপকে। আগের আসরে ৬০ মিটার স্প্রিন্টে জেতা স্বর্ণপদক অক্ষুণ্ন রাখতে চান এই স্প্রিন্টার, 'আমার এখন মূল লক্ষ্য তেহরানে স্বর্ণ অক্ষুণ্ন রাখা। সে লক্ষ্যেই আমি অনুশীলন করছি। যার অংশ হিসেবে এই জাতীয় টুর্নামেন্টে অংশ নেওয়া।' ১৫বার দ্রম্নততম মানবী হলেও শিরিনের চোখ প্যারিস অলিম্পিকে খেলা। তার কথায়, 'জাতীয় চ্যাম্পিয়নশিপে আমি দ্রম্নততম মানবী হয়েছি ঠিক, তবে আমার লক্ষ্য প্যারিস অলিম্পিকে খেলা। ওয়াইল্ড কার্ড পেলে অবশ্যই আমি প্যারিসের জন্য নিজেকে প্রস্তুত করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে