শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

লিভারপুলের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
লিভারপুলের গোল উৎসব

আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা চোট সমস্যায় দলের অবস্থা জেরবার। একাদশ সাজাতেই হিমশিম খাওয়ার অবস্থা কোচ ইয়ুর্গেন ক্লপের। তবে শুরুর বাঁশি বাজতেই সব সমস্যা যেন উধাও। প্রবল আক্রমণে প্রতিপক্ষকে নাজেহাল করে তুলল তারা। আর দ্বিতীয়ার্ধে শুরু হলো গোলবন্যা। লুটন টাউনকে গুঁড়িয়ে লিগ টেবিলের শীর্ষে মজবুত অবস্থান ধরে রাখল লিভারপুল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লুটন টাউনের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে ক্লপের দল লিভারপুল। শিরোপাধারী ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল তারা। এদিনের এই জয়ে ২৬ ম্যাচ থেকে লিভারপুলের পয়েন্ট হলো ৬০। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। আর চ্যাম্পিয়নদের সমান ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। আর অ্যাস্টন ভিলা ৪৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। অবনমন অঞ্চলে ঘুরপাক খাচ্ছে লুটন টাউন। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ২০। চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না লিভারপুলের। গত ম্যাচেই ফেরা মোহামেদ সালাহর নতুন করে চোট পাওয়ার খবর আসে ম্যাচের আগে। সঙ্গে আরেক ফরোয়ার্ড দারউইন নুনেসের হালকা চোটের খবর মিলেছিল আগেই। আর রক্ষণের ভরসা ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, মাঝ মাঠের কার্টিস জোন্স ও দমিনিক সোবোসলাই, আক্রমণভাগের দিয়োগো জটা তো আগে থেকেই বাইরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে