বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মেরিনার্সের নতুন গভর্নিং বডি

ক্রীড়া প্রতিবেদক
  ০১ মে ২০২৪, ০০:০০
মেরিনার্সের নতুন গভর্নিং বডি

মতিঝিল-আরামবাগ এলাকার অন্যতম ক্রীড়া ক্লাব ঢাকা মেরিনার ইয়াংস। ক্রিকেট, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টিটি খেললেও ক্লাবটির ক্রীড়াঙ্গনে মূলত পরিচিতি হকি দিয়ে। হকি লিগের বর্তমান চ্যাম্পিয়ন ও চলমান লিগে এখনো যুগ্মভাবে শীর্ষে। সাম্প্রতিক সময়ে হকির সফল এই ক্লাবটি গভর্নিং বডি নতুন করে গঠন করেছে। 

এলাকার সন্তান আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে চেয়ারম্যান ও ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি এম. শোয়েব চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের গভর্নিং বডি গঠন করা হয়েছে।

1

কমিটির অন্য সদস্যরা হলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, কাজী সাইফুল হক, রিয়াজুল আলিম ও সাবেক হকি খেলোয়াড় মোহাম্মদ ফয়সাল আহসান উলস্নাহ। গভর্নিং বডির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে