শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

বিপিএলে নতুন নামে আসছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি

ক্রীড়া প্রতিবেদক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
বিপিএলে নতুন নামে আসছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরু হওয়ার কথা ২০২৪ সালের ডিসেম্বরে। সূচি এখনো চূড়ান্ত না হলেও বিপিএলের একাদশ আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা সাজানো শুরু করেছে। বিপিএলের আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকবেন শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান।

ঢাকার দলের নামের ভার সমর্থকদের হাতে ছেড়ে দিয়েছিলেন ঢাকার মালিকপক্ষ। ফেসবুকের জনমতের ভিত্তিতে অবশেষে চূড়ান্ত হয়েছে নাম। আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালস নাম নিয়ে আসছে এই ফ্র্যাঞ্চাইজিটি। দলটির নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হলেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। রুপালি পর্দার জগৎ থেকে এবার তিনি নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে। ইতোমধ্যে সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে