শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

বাবাকে গোল উৎসর্গ করলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
বাবাকে গোল উৎসর্গ করলেন রোনালদো

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করার পর মাঠের এক প্রান্তে ছুটে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু চেনা উদযাপন দেখা গেল না তার। বরং দাঁড়িয়ে ওপরে আঙুল উঁচিয়ে দেখালেন আকাশের দিকে। সেই উদযাপনের পেছনের গল্প জানা গেল ম্যাচের পরে। গোল করে বাবাকে মনে পড়ছিল আল নাসরের পর্তুগিজ তারকার। সোমবার রাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে এলিট গ্রম্নপের ম্যাচে কাতারের আল রাইয়ানকে ২-১ গোলে হারায় আল নাসর।

৭৬তম মিনিটে বক্সের ভেতর বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারের সামনে থেকেই বাঁ পাশে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান পর্তুগিজ তারকা।

হাজার গোলের স্বপ্নপূরণের পথে তার ক্যারিয়ার গোলসংখ্যা হলো এখন ৯০৪টি। ম্যাচের ৮৭ মিনিটে অবশ্য একটি গোল শোধ করে দেয় আল রাইয়ান। সেই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ম্যাচের পর রোনালদো খোলাসা করেন তার অমন উদযাপনের কারণ। তিনি বলেন, 'আজকের গোলের ভিন্ন একটা স্বাদ আছে, ভালো লাগত, যদি বাবা আজ বেঁচে থাকতেন। আজকে তার জন্মদিন। গোলটি বাবার জন্য।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে