logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২০ ৫ আশ্বিন ১৪২৭

  অনলাইন ডেস্ক    ২৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

সংবাদ সংক্ষেপ

বিরল রেকর্ডের মালিক ইমরুল

ক্রীড়া প্রতিবেদক

ইমরুল কায়েস একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবেই পরিচিত। শখের বশে বা দলের প্রয়োজনে মাঝেমধ্যে গস্নাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াতেও দেখা যায় তাকে। উইকেটরক্ষক হিসেবে দারুণ এক রেকর্ডের মালিক হয়ে আছেন তিনি। বর্তমানে বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে আছেন ইমরুল কায়েস।

২০১৭ সালে নিউজিল্যান্ড সিরিজের ওয়েলিংটন টেস্টে নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের ইনজুরিতে বিকল্প উইকেটরক্ষক হিসেবে গস্নাভস হাতে তুলে নেন ইমরুল। উইকেটের পেছনে দাঁড়িয়ে ৫টি ক্যাচ লুফে নেন তিনি। আর এরই সঙ্গে এক বিরল রেকর্ডের অংশ হয়ে যান তিনি।

টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাস প্রথম বিকল্প উইকেটরক্ষক হিসেবে পাঁচটি ডিসমেসালের কীর্তি গড়েন ইমরুল।

একই সঙ্গে মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশি উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে ৫টি ডিসমিসালের খাতায় নাম লেখান ইমরুল।

সেরা পাঁচ বোলারের তিন বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক

যুব ওয়ানডেতে ২০১৯ সালে দলীয় সাফল্যতে গুরুত্বপূর্ণ অবদান ছিল বোলারদের। বছর শেষে যুব ওয়ানডেতে সেরা পাঁচ উইকেট শিকারির বোলারের মধ্যে তিনজনই বাংলাদেশি। আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ২০১৯ সালে সর্বোচ্চ উইকেট নিয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। ১৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৮। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশের আরেক মৃতু্যঞ্জয় চৌধুরী। ১২ ম্যাচে ২৪ উইকেট রয়েছে তার ঝুলিতে। তৃতীয়তে আছেন ইংলিশ পেসার বাল্ডারসন। ১২ ম্যাচে তারও উইকেট সংখ্যা ২৪। ১১ ম্যাচে ২৩ উইকেট নিয়ে চারে আছেন শ্রীলংকান বোলার নাদিশান। পাঁচে আছেন বাংলাদেশের আরেক দ্রম্নত গতির বোলার রাকিবুল হাসান ১৮ ম্যাচে ২৩ উইকেট তার ব্যাগে।

২০১৯ সালে সর্বোচ্চ উইকেট নেয়া পাঁচ বোলার : তানজিম হাসান সাকিব (বাংলাদেশ) ২৮ উইকেট, মৃতু্যঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) ২৪ উইকেট, বাল্ডারসন (ইংল্যান্ড) ২৪ উইকেট, নাদিশান (শ্রীলংকা) ২৩ উইকেট, রাকিবুল হাসান (বাংলাদেশ) ২৩ উইকেট।

সবচেয়ে বাজে বছর রোনালদোর

ক্রীড়া ডেস্ক

দশকের সেরা বছর বাছার পালা চলছে সব খেলায়। তার মধ্যেই দেখা যাচ্ছে এই বছরে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স এই দশকের মধ্যে সবচেয়ে খারাপ। অন্তত গোলের সংখ্যা হিসাবে ধরলে সেই তথ্যই উঠে আসছে। ২০১৯ সালে সিআর সেভেন গোল করেছেন ৩৯টি। যার মধ্যে জুভেন্টাসের জার্সি গায়ে ২৫টি, পর্তুগালের হয়ে করেছেন ১৪টি গোল। গত এক দশকে এই ৩৯ সংখ্যাটা রোনালদোর ক্যারিয়ারে সবচেয়ে কম। যেখানে এ বছর সবচেয়ে বেশি গোলের নজির গড়েছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড রবার্তো লেভানদভস্কি।

পোল্যান্ড এবং ক্লাবের হয়ে ২০১৯ সালে মোট ৫৪টি গোল করেছেন লেভানদভস্কি। মেসি দুই নম্বরে আছেন ৫০ গোল করে। গত এক দশকে যা এক বিরল দৃষ্টান্ত। ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত একবারই মেসি বা রোনালদো ছাড়া কেউ এক বছরের টপ স্কোরার হয়েছেন। হ্যারি কেন ২০১৭ সালে। তারপর এ বছর লেভানদভস্কির

নজির।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে