logo
রোববার, ২৫ অক্টোবর ২০২০ ১০ কার্তিক ১৪২৭

  যাযাদি ডেস্ক   ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

চীনা পণ্যে মার্কিন শুল্ক বাণিজ্য নীতিমালার সঙ্গে অসঙ্গতিপূর্ণ

চীনা পণ্যে মার্কিন শুল্ক বাণিজ্য নীতিমালার সঙ্গে অসঙ্গতিপূর্ণ

চীনা পণ্যে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন বাণিজ্য নীতিমালা লঙ্ঘন করেছে বলে উলেস্নখ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডবিস্নউটিও)। সংস্থাটির তিন সদস্যের বিশেষজ্ঞ একটি প্যানেল এ বিষয়ে চীনের পক্ষেই রায় দিয়েছে। খবর বিবিসি। ডবিস্নউটিওর রায়ে বলা হয়, ২০১৮ সালে চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের সময় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ বাণিজ্যযুদ্ধের সূচনা করেছে বলেও সংস্থাটির পক্ষ থেকে উলেস্নখ করা হয়েছে। রায়ে বলা হয়েছে, চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালার বিরোধী। বিশ্ব বাণিজ্য সংস্থার এ রায়কে স্বাগত জানিয়েছেন চীনা কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্র বলছে, চীন প্রশ্ন মোকাবিলায় ডবিস্নউটিও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ডবিস্নউটিও বলছে, চীনের ওপর অন্যায়ভাবে প্রযুক্তি চুরির যে অভিযোগ এনে শুল্ক আরোপ করা হয়েছিল, তার পক্ষে ন্যায়সংগত কোনো প্রমাণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য প্রতিনিধি রবাট লাইটহাইজার বলেন, ওয়াশিংটনকে অবশ্যই অন্যায্য বাণিজ্য চর্চা থেকে নিজেকে রক্ষা করার অনুমতি দিতে হবে। তিনি বলেন, চার বছর ধরে ট্রাম্প প্রশাসন চীনের ক্ষতিকারক প্রযুক্তির অনুশীলন বন্ধ করার বিষয়ে কথা বলে আসছে। তার পরেও ডবিস্নউটিও চীনের পক্ষেই রায় দিয়েছে। রবার্ট লাইটহাইজার আরো বলেন, চীনের মেধাস্বত্ব চুরি নিয়ে যুক্তরাষ্ট্র যে তথ্যপ্রমাণ হাজির করেছে, সে বিষয়ে বিতর্কে যায়নি ডবিস্নউটিও। তাদের এমন সিদ্ধান্ত থেকেই বোঝা যায়, সংস্থাটি এ ধরনের অন্যায়ের কোনো সমাধান দিতে পারবে ন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে