কোভিড-১৯ মহামারি প্রতিরোধে আরোপিত লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্য শ্লথ হয়েছিল। লকডাউন প্রত্যাহারের পর তা আবার গতি পেতে শুরু করেছে। শুধু তাই নয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে সুইজারল্যান্ড। খবর বস্নুমবার্গ।
তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ, যা অন্তত ১৯৮০ সালের পর সর্বোচ্চ। মূলত ভোক্তাব্যয় বেড়ে যাওয়া এবং যন্ত্রপাতি ও নির্মাণ খাতের বিনিয়োগ গতিশীল হতে শুরু করায় এ প্রবৃদ্ধি অর্জন করেছে সুইজারল্যান্ড। কেবল চার দশকের রেকর্ড প্রবৃদ্ধিই নয়, বরং দেশটির জিডিপি বেড়েছে প্রত্যাশাতীত হারেও। তৃতীয় প্রান্তিকে সুইস অর্থনীতিতে ৬ শতাংশ প্রবৃদ্ধি দেখার পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। আরেকটি বিষয় উলেস্নখ করলে এই প্রবৃদ্ধির মাহাত্ম্য ভালোভাবে প্রতীয়মান হবে। তৃতীয় প্রান্তিকে সুইজারল্যান্ডের জিডিপি বেড়েছে ৭ শতাংশের বেশি। অথচ আগের প্রান্তিকেই তা সংকুচিত হয়েছিল ৭ শতাংশ। তৃতীয় প্রান্তিকে অর্থনীতির এই শক্তিশালী পুনরুদ্ধারের ফলে দেশটির জিডিপির আকার মহামারী-পূর্ব সময়ের চেয়ে ২ শতাংশ কমে অবস্থান করছে। ইউরো অঞ্চলের অনেক শীর্ষ অর্থনীতির চেয়ে এ হার কম।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd