নভেল করোনাভাইরাস মহামারির কারণে গত বছর ইউরোপে নতুন গাড়ি বিক্রি প্রায় ২৪ শতাংশ কমেছে। ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। খবর এএফপি।
এক বিবৃতিতে এসিইএ জানায়, কোভিড-১৯ মহামারির ধাক্কায় ইইউর যাত্রীবাহী গাড়ির বাজার ২৩ দশমিক ৭ শতাংশ সংকুচিত হয়ে ৯৯ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। করোনা নিয়ন্ত্রণে নেওয়া পুরোপুরি লকডাউন এবং অন্যান্য কঠোর বিধিনিষেধের কারণে ইউরোপীয় ইউনিয়নের গাড়ি বাজারে অভূতপূর্ব প্রভাব রেখেছে। ১৯৯০ সাল থেকে হিসাব রাখা শুরুর পর এটা গাড়ি বিক্রির সর্বোচ্চ পতন। ইইউর ২৭টি দেশেই গাড়ি বিক্রিতে দুই অঙ্কের পতন হয়েছে।
ইইউর বৃহত্তম গাড়ি বাজারগুলোর মধ্যে স্পেনে গাড়ি বিক্রি কমেছে সর্বোচ্চ ৩২ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া ইতালি ও ফ্রান্সের গাড়ি বিক্রি কমেছে যথাক্রমে ২৭ দশমিক ৯ শতাংশ ও ২৫ দশমিক ৫ শতাংশ।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd