৫ম ইয়ং সায়েন্টিস্ট কংগ্রেসে এইউবি উপাচার্যের অংশগ্রহণ
নতুনধারা
০১ ডিসেম্বর ২০২২, ০০:০০
বাংলাদেশ একাডেমি অব সায়েন্স (বিএএস) কর্তৃক আয়োজিত ৫ম ইয়ং সায়েন্টিস্ট কংগ্রেসে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাশের উপাচার্য এমিরেটাস প্রফেসর ডক্টর শাহজাহান খান অংশগ্রহণ করেছেন। কংগ্রেসে তিনি "ঊারফবহপব-নধংবফ ফবপরংরড়হ রহ যবধষঃয ংঃঁফরবং: জড়ষব ড়ভ ংুংঃবসধঃরপ ৎবারবি ধহফ সবঃধ-ধহধষুংরং". এর উপর বক্তব্য দেন।
২৫-২৭ নভেম্বর ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও টেকনোলজি কমপেস্নক্সে অনুষ্ঠিত কংগ্রেস উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের প্রেসিডেন্ট এমিরেটাস প্রফেসর একে আজাদ চৌধুরী। কংগ্রেসে ২০০ -এর অধিক বিজ্ঞানী অংশগ্রহণ করেন।
এ সময় বাংলাদেশ একাডেমি অব সায়েন্স (বিএএস) এর সেক্রেটারি হাসিনা খান তার হাতে ক্রেস্ট তুলে দেন।
\হক্রেস্ট প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেশন চেয়ার প্রফেসর হাসান মাহমুদ রেজা এবং বিএএস ফেলো প্রফেসর ডক্টর মেজর জেনারেল (অব.) মতিউর রহমান এবং প্রফেসর ইয়ারুল কবির। সংবাদ বিজ্ঞপ্তি