রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইউসিবির প্রায় ৭০০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান

নতুনধারা
  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ 'ভরসার নতুন জানালা' প্রকল্পের উদ্যোগে সেপ্টেম্বর ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী ময়মনসিংহ জেলার কৃষি উদ্যোক্তাদের নিয়ে এক প্রশিক্ষণ-কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার প্রায় ৩৭০ জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন। একই দিন নেত্রকোনা জেলা পরিষদ মিলনায়তনে জেলার ১০টি উপজেলার প্রায় ৩০০ কৃষি উদ্যোক্তাকে নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। উলেস্নখ্য, 'ভরসার নতুন জানালা' নামক কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত প্রায় ১৭ হাজার কৃষি উদ্যোক্তাকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে এবং মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে