বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

নদী উন্নয়নে বাংলাদেশকে ১০২ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

যমুনা নদীর তীর সুরক্ষা, নাব্য উন্নয়ন ও স্থানীয়দের বাস্তুচু্যত হওয়া থেকে রক্ষা করতে বাংলাদেশকে ১০২ মিলিয়ন ডলার (১০ কোটি ২০ লাখ ডলার) সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

এ সংক্রান্ত অর্থ সহায়তার বিষয়টি অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 'যমুনা রিভার সাসটেইনেবল ম্যানেজমেন্ট প্রজেক্ট-১' শীর্ষক প্রকল্পের আওতায় এই অর্থ ব্যয় করা হবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায় সেক বলেন, পৃথিবীর বৃহত্তম এবং গতিশীল নদীগুলোর অন্যতম যমুনা। এর উপরে লাখ লাখ মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে। তবুও জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান পানির স্তরের কারণে নদীভাঙন প্রতি বছর হাজার হাজার মানুষকে বাস্তুচু্যত করে। তাদের দারিদ্র্যের দিকে ঠেলে দেয়।

তিনি জানান, বিশ্বব্যাংক বাংলাদেশকে নদী তীরবর্তী অংশগুলোকে রক্ষা করতে এবং নেভিগেশন চ্যানেলগুলোর উন্নতির জন্য একটি বহু পর্যায়ভিত্তিক কর্মসূচির বিকাশ ও বাস্তবায়নে সহায়তা করছে। আমরা আমাদের বহুপাক্ষিক এবং দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রকল্প নেভিগেশন চ্যানেলগুলোকে উন্নত করতে সাহায্য করবে। যা সারা বছর বড় পণ্যবাহী জাহাজগুলোর চলাচলে সহায়তা করতে পারে। এটি অভ্যন্তরীণ নৌ পরিবহণ পুনরুজ্জীবিত করতে এবং আঞ্চলিক সংযোগ ও বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে। এটি নদীভাঙন ও বন্যা থেকে প্রায় ২ হাজার ৫০০ হেক্টর জমি রক্ষা, স্থানীয় জনগণের জীবন-জীবিকা এবং সম্পদের সুরক্ষা ও নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতে সহায়তা করবে।

প্রকল্পটি বাংলাদেশে প্রথমবারের মতো ফুলছড়ি, গাইবান্ধা এবং কালিহাতী অতিক্রম করে যমুনার দু'টি চ্যানেলে প্রকৃতিভিত্তিক সমাধান ও উদ্ভাবনী নদী কাঠামো এবং নৌ-চলাচলে সহায়তা করবে।

বিশ্বব্যাংকের সিনিয়র ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এবং প্রকল্পের টিম লিডার আহমেদ শওকি বলেন, প্রকল্পটি হবে বাংলাদেশ ডেল্টা পস্ন্যান ২১০০-এর অধীনে প্রথম বহু-খাতীয় বিনিয়োগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে