শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন বেড়েছে ১১শ' কোটি টাকার বেশি

সাপ্তাহিক শেয়ারবাজার
যাযাদি রিপোর্ট
  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের সূচক বেড়েছে। লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১১শ' কোটি টাকার বেশি। দৈনিক গড় লেনদেন ৫৭২ কোটি টাকা থেকে বেড়ে ৮০০ কোটি টাকায় ওঠে এসেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে মোট ২ হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ১৪০ কোটি ৪১ লাখ টাকা। বিদায়ী সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৮০০ কোটি টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫৭২ কোটি টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৭১ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬,৩০৯.৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ্‌ সূচক ১১.৫৩ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২.৫৩ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে যথাক্রমে ১,৩৬৪.৬১ এবং ২,১৪৬.১০পয়েন্টে এসেছে।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৯২টির দর বেড়েছে, ৭৩টির দর কমেছে, ২১৬টির দর অপরিবর্তিত রয়েছে এবং ২২টির লেনদেন হয়নি।

সাপ্তাহিক বাজার প্রতিবেদনের তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১৪.৪১ পয়েন্টেই অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০২ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়েছে।

ডিএসই বিদায়ী সপ্তাহে লেনদেনের নেতৃত্বে ছিল ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার ৩৭২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ছিল ১২৬ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা; যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৫ শতাংশ। লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্সু্যরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৬৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২০ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকা; যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০১ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্সু্যরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৩ লাখ ১৬ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৭ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা; যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৬৮ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ১০৩ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকার, ইউনিক হোটেলের ১০২ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার, জেমিনি সী ফুডের ১০১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সু্যরেন্সের ৯২ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্সু্যরেন্সের ৮৯ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকার, রিপাবলিক ইন্সু্যরেন্সের ৮৬ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকার এবং এমারেন্ড ওয়েলের ৮৪ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ক্রিস্টাল ইন্সু্যরেন্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩.৪৩ শতাংশ। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্সু্যরেন্সের ২৯.৯৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সু্যরেন্সের ২২.৪১ শতাংশ, খান ব্রাদার্সের ১৬.৬৭ শতাংশ, দেশ জেনারেল ইন্সু্যরেন্সের ১৬.৫২ শতাংশ, ইউনাইটেড ইন্সু্যরেন্সের ১৪.১৬ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ১১.৮৯ শতাংশ, বিডি কমের ১১.২৪ শতাংশ, কর্ণফুলী ইন্সু্যরেন্সের ৯.৬৯ শতাংশ এবং ডেফোডিল কম্পিউটার্সের ৮.৬২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে মেট্রো স্পিনিংয়ের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৩.১৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় ওঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইন্সু্যরেন্সের ১৫.৬০ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সু্যরেন্সের ১৪.৫০ শতাংশ, এশিয়া প্যাসেফিক ইন্সু্যরেন্সের ১১.৩৭ শতাংশ, লিগ্যাসি ফুটওয়ারের ৮.৬৪ শতাংশ, গ্রীনডেল্টা ইন্সু্যরেন্সের ৭.৭৯ শতাংশ, বিজিআইসির ৭.৩৮ শতাংশ, সিমটেক্সের ৭.৩৬ শতাংশ, মেঘনা ইন্সু্যরেন্সের ৭.২৬৭ শতাংশ এবং বিএনআইসএলের ৬.৯৯ শতাংশ শেয়ার দর কমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে