রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান

নতুনধারা
  ২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৫০ দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ২০২৩ তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই বৃত্তির চেক প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত ৫০ (পঞ্চাশ) ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করেন এবং অবশিষ্ট ২০০ ছাত্রছাত্রীর বৃত্তির অর্থ তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং সভাপতিত্ব করেন শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ও মো. নাজিমউদ্দৌলা এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে