শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চিটাগং স্টক এক্সচেঞ্জে নতুন ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার

নতুনধারা
  ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
চিটাগং স্টক এক্সচেঞ্জে নতুন ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার

মো. সাইফুর রহমান মজুমদার পহেলা জানুয়ারি চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। সিএসইতে যোগদানের আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পিএলসি (ডিএসই) চিফ অপারেটিং অফিসার (সিওও) ছিলেন। তিনি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগেও রহমান সিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৬-১৯ মেয়াদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একজন দক্ষ পেশাদার হিসেবে তিনি গত ২৭ বছর ধরে বেসরকারি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন। পুঁজিবাজার, আর্থিক ব্যবস্থাপনা, রপ্তানি ও উৎপাদন ব্যবস্থাপনা, এইচআর ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা পরামর্শ ইত্যাদি বিষয়ে তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। তিনি বেসরকারি খাতের কর্পোরেট সংস্থায় বিভিন্ন পদ, যেমন- কোম্পানি সচিব, অর্থ নিয়ন্ত্রক, অর্থ পরিচালক, নির্বাহী পরিচালক, সিইও, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অত্যন্ত আন্তরিকতা, সততা এবং সুনামের সঙ্গে কাজ করেছেন।

এসআর মজুমদার একজন প্রখ্যাত/সুপরিচিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। তিনি বাংলাদেশ আইসিএবি এবং আইসিএমএবি উভয় শীর্ষ অ্যাকাউন্টিং সংস্থার একজন ফেলো সদস্য। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিকম (সম্মান), এমকম (হিসাব বিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি কোর্স সম্পাদনের সময় সাইফুর রহমান মজুমদার বাংলাদেশের অন্যতম প্রধান অডিট এবং পরামর্শদাতা সংস্থা কেপিএমজি রহমান হকের সঙ্গে কাজ করেছেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে