বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কফি রপ্তানি কমলেও আয় বেড়েছে ভিয়েতনামের

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
কফি রপ্তানি কমলেও আয় বেড়েছে ভিয়েতনামের

বিশ্বের শীর্ষস্থানীয় কফি রপ্তানিকারক ভিয়েতনাম। ২০২৩ সালে দেশটির কফি রপ্তানি কমেছে ৯ দশমিক ৬ শতাংশ। বছরটিতে মোট রপ্তানির পরিমাণ ছিল ১৬ লাখ ১০ হাজার টন। রপ্তানির পরিমাণ কমলেও আগের বছরের তুলনায় কফি বিক্রি থেকে আয় বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৮ কোটি ডলারে। খবর ভিয়েতনাম পস্নাস।

বিশ্বব্যাপী রোবাস্তা কফি ও অ্যারাবিকা কফির চাহিদা সবচেয়ে বেশি। ভিয়েতনাম রোবাস্তা কফির শীর্ষ সরবরাহকারী। বাজার তথ্য বলছে, বিশ্ববাজারে সরবরাহ কমায় ২০২৩ সালে রোবাস্তা কফির দাম ২৮ বছরের সর্বোচ্চে উঠেছে।

1

দাম বাড়ায় ভিয়েতনামের কফি খাত বেশ লাভবান হয়েছে। ২০২৩ সালে টনপ্রতি কফির গড় দাম ছিল ২ হাজার ৮৩৪ ডলার, যা ২০২২ সালের তুলনায় ১৪ দশমিক ১ শতাংশ বেশি। এল নিনোর প্রভাবে দেশটিতে কফির ফলন কমেছে। ভিয়েতনাম কফি-কোকোয়া অ্যাসোসিয়েশন (ভিকোফা) জানিয়েছে, চলতি বছরও জনপ্রিয় পানীয় পণ্যটির সরবরাহ চাপের মুখে থাকতে পারে।

ভিকোফার জরিপ অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কফির ফলন ১৬-১৭ লাখ টনের মধ্যে থাকতে পারে, যা ২০২২-২৩ সালের ১৭ লাখ ৮০ হাজার টনের চেয়ে কম। তাই এমন অবস্থায় ভিয়েতনাম কফি শিল্পের টেকসই উন্নয়নের প্রতি জোর দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে