শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রমজানে খেজুরের দাম বাড়ার আশঙ্কা

যাযাদি রিপোর্ট
  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রমজানে খেজুরের দাম বাড়ার আশঙ্কা

আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ ঘাটতি এবং দাম বাড়ার আশঙ্কা করছে বাংলাদেশ ফ্রেশ ফ্‌রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, এবার কেজি প্রতি ৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়তে পারে খেজুরের দাম।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, 'আগে যেখানে শুল্ক ছিল প্রতি কেজিতে ৫ টাকা ৪৫ পয়সা থেকে ২১ টাকা ৮৪ পয়সা, সেখানে ৬ ফেব্রম্নয়ারি পর্যন্ত বর্ধিত শুল্ক দিতে হচ্ছে প্রতি কেজিতে ৬৫ টাকা থেকে ১৮০ টাকা। ৭ ফেব্রম্নয়ারি ১০ শতাংশ কমানো হলেও প্রতি কেজিতে শুল্ক থাকছে ৫৪ টাকা থেকে ১৪৬ টাকা।'

তিনি বলেন, 'শুল্ক আরও কমানো না হলে গত রমজানে যে খেজুর খুচরা বাজারে ৯০-১১০ টাকা কেজি ছিল, তা এবার ২০০ টাকা হবে। যে হিমায়িত খেজুরের দাম গতবার ২০০ টাকা তা এবার ৪০০ টাকা হতে পারে।'

সিরাজুল ইসলাম বলেন, 'আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখতে গত জানুয়ারিতে মন্ত্রিসভার বৈঠকে শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত ৭ ফেব্রম্নয়ারি অর্থ মন্ত্রণালয়, কাস্টমসের প্রজ্ঞাপনে খেজুর আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়, যা খেজুরের বিগত সময়ে বর্ধিত শুল্কায়ন মূল্য থেকে অতি সামান্য কম।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে