সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে মেঘনা পেট

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ৩১ মার্চ ২০২৪, ০০:০০
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে মেঘনা পেট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৮ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারদর বেড়েছে ৯.৮৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩৪.৫০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৭.৯০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি জেনারেল ইন্সু্যরেন্সের ৯.৮০ শতাংশ, আইসিবি অগ্রণী ব্যাংক ওয়ান মিউচু্যয়াল ফান্ডের ৭.৬৯, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.৬৪, সিটি ব্যাংকের ৫.১৪, শাহজালাল ইসলামী ব্যাংকের ৪.১৯, আইসিবি সোনালী ব্যাংক ওয়ান মিউচু্যয়াল ফান্ডের ৪.১৭, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৩.৮৫, রূপালী লাইফ ইন্সু্যরেন্সের ৩.৭৬ ও আলিফ ইন্ড্রাস্ট্রিজের ৩.১৯ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে