শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সাউথইস্ট ব্যাংকের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন

  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
সাউথইস্ট ব্যাংকের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন

সাউথইস্ট ব্যাংক পিএলসি, সম্প্রতি রিটেইল প্রোডাক্ট নলেজ, ক্রেডিট অ্যাস্‌েসমেন্ট টুলস এবং বিপণন কৌশলের উপর দিনব্যাপী এক বুনিয়াদি কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালায় ৫৯ জন অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংক পিএলসি কর্পোরেট এবং এসএমই ব্যাংকিংয়ের পাশাপাশি রিটেইল ব্যাংকিং সেবাতেও গুরুত্ব আরোপ করে আসছে। রিটেইল ব্যাংকিং ডিভিশন প্রতিবছরেই যুগোপযোগী বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে ব্যক্তি পর্যায়ের চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় রিটেইল ব্যাংকিং ডিভিশন হোম লোন, কার লোন, পারসোনাল লোন ও ডক্টরস লোনের মতো প্রোডাক্ট নিয়ে এসেছে। এছাড়াও বিভিন্ন রকম ক্যাম্পেইন আয়োজন করে গ্রাহকদের ব্যাংকের প্রতি আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বিভিন্ন যুগোপযোগী নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় মিস সায়মা বানু, ডিরেক্টর ট্রেইনিং, রিটেইল ব্যাংকিং ডিভিশনের হেড মো. আব্দুল কাদেরসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে