দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ৩.৯৩ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৬৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.০৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.৩৮ পয়েন্ট বা ৩.৯৩ শতাংশ বেড়েছে।
এর আগের সপ্তাহের (২০ থেকে ২৪ অক্টোবর) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.১২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৬৭ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.৪৫ পয়েন্ট বা ৪.৪৫ শতাংশ কমেছে।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৪.১৬ পয়েন্ট, ব্যাংক খাতে ৬.০৬ পয়েন্ট, জ্বালানি ও বিদু্যৎ খাতে ৮.৬৪ পয়েন্ট, প্রকৌশল খাতে ১০.৭৫ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ১১.৮২ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১২.১০ পয়েন্ট, সেবা ও আবাসন খাতে ১২.২৮ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১২.৩০ পয়েন্ট, আর্থিক খাতে ১২.৬৪ পয়েন্ট, সাধারণ বীমা খাতে ১২.৬৪ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ১২.৭৬ পয়েন্ট, সিমেন্ট খাতে ১২.৯৩ পয়েন্ট, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৪.৫৭ পয়েন্ট, পাট খাতে ১৪.৬১ পয়েন্ট, বিবিধ খাতে ১৬.৫১ পয়েন্ট, আইটি খাতে ১৯.০৬ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতে ৩৩.৩৪ পয়েন্ট, ট্যানারি খাতে ৩৩.৪১ পয়েন্ট এবং সিরামিক খাতে ৬৭.১৮ পয়েন্টে অবস্থান করছে।