দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৭ থেকে ৩১ অক্টোবর কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ১২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০৬ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকে গড়ে ১১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৮৫ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের গড়ে ১০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫১ শতাংশ। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট নিটিংয়ের ৯ কোটি ৮৫ লাখ টাকা, ইবনে সিনার ৯ কোটি ৭৮ লাখ টাকা, গ্রামীণফোনের ৮ কোটি ৫৬ লাখ টাকা, অগ্নি সিস্টেমের ৮ কোটি ৫৪ লাখ টাকা, একমি ল্যবরেটরিজের ৮ কোটি ১৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮ কোটি ১২ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যারেটরিজের ৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।