ঢাকা ব্যাংক গত ১৮ নভেম্বর নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি সংগ্রহের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মদ মারুফ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মীজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক - এ এম এম মঈন উদ্দীন, শেখ আব্দুল বাকির, দক্ষিণ সিটি করপোরেশনের সচিব বশিরুল হক ভূঁইয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আইসিটি প্রধান মো. আবু তৈয়্যব রোকনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি