বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

২০৩০ সাল সৌদি ক্রীড়া খাতের বাজারমূল্য পৌঁছবে ২২ বিলিয়ন ডলারে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
২০৩০ সাল সৌদি ক্রীড়া খাতের বাজারমূল্য পৌঁছবে ২২ বিলিয়ন ডলারে

সৌদি আরবের ক্রীড়া খাতের বাজারমূল্য ২০৩০ সালের মধ্যে ২ হাজার ২৪০ কোটি ডলারে পৌঁছার পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনস্থ কোম্পানি এসইউআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রীড়া খাতে সরকারি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও বিনিয়োগ বাড়ায় খাতটিতে এ প্রবৃদ্ধি ঘটবে। খবর আরব নিউজ।

সৌদি ক্রীড়া খাতের বর্তমান বাজারমূল্য ৮০০ কোটি ডলার। দেশটি ২০১৯ সাল থেকে ৪০টি ভিন্ন খেলার ১০০টির বেশি বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে। ক্রীড়া খাতের সম্ভাব্য এ প্রবৃদ্ধি সৌদি আরবের ভিশন-২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আওতায় সৌদি আরবকে একটি বৈশ্বিক ক্রীড়া ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় দেশটির সরকার। স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ক্রীড়া বাজারের রাজস্ব ২০২৪ সালে ৪৭৯ কোটি ডলার থেকে বেড়ে ২০২৯ সালে ৫৫৭ কোটি ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

1

সৌদি আরবে আয়োজিত প্রধান ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ, সৌদি কাপ ঘোড়দৌড় ও জেদ্দায় অনুষ্ঠিত বিভিন্ন ফর্মুলা-১ রেস।

সার্জ স্পোর্টস ইনভেস্টমেন্টসের সিইও ড্যানি টাউনসেন্ড বলেন, '২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের অধিকার অর্জন করেছে সৌদি আরব। এতে দেশটিকে বৈশ্বিক ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা আরো জোরদার হয়েছে। ক্রীড়া উন্নয়নে সৌদি আরব বিপুল পরিমাণ আর্থিক বিনিয়োগের ঘোষণা দিয়েছে।'

সার্জের প্রতিবেদনে উলেস্নখ করা হয়, ২০১৬ সালে সৌদি আরবের জিডিপিতে ক্রীড়া খাতের অবদান ছিল ২৪০ কোটি ডলার, যা ২০১৯ সালে বেড়ে ৬৯০ কোটি ডলারে পৌঁছেছে। ২০৩০ সালের মধ্যে বার্ষিক জিডিপিতে ক্রীড়া খাতের অবদান ১ হাজার ৬৫০ কোটি ডলারে পৌঁছতে পারে, যা জাতীয় জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। এছাড়া ক্রীড়া খাতে বিনিয়োগের ফলে আগামী এক দশকে এক লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে