বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সৌদিতে চলতি বছর বেতন বাড়তে পারে ২-৪ শতাংশ

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
সৌদিতে চলতি বছর বেতন বাড়তে পারে ২-৪ শতাংশ

সৌদি আরবে চাকরিজীবীদের বেতন ২-৪ শতাংশ বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। শিল্প বিশেষজ্ঞরা বলছেন, নিয়োগকর্তারা শুধু বেতন নয়, কর্মীদের অন্যান্য সুবিধার দিকেও মনোযোগ দিচ্ছেন। খবর ন্যাশনাল। মধ্যপ্রাচ্যের দেশটিতে ২০২৪ সালে ৪ শতাংশ বেতন বেড়েছে। নিয়োগ সংস্থা কুপার ফিচ জানিয়েছে, চলতি বছর বেতন ২ শতাংশ বাড়তে পারে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ট্রেফর মারফি জানান, সৌদি আরবে গড় বেতন সংযুক্ত আরব আমিরাতের তুলনায় ১৫-২০ শতাংশ বেশি।

তিনি বলেন, 'সংযুক্ত আরব আমিরাত বিশ্বে সর্বোচ্চ বেতনের কর্মস্থলগুলোর একটি। দেশটির সঙ্গে তুলনায় সৌদি আরবের বেতন বেশি বলে মনে করে কোম্পানিগুলো। তাছাড়া সৌদি আরব এখন একটি আধুনিক দেশে পরিণত হয়েছে। পাঁচ-ছয় বছরে দেশটি খাওয়া-দাওয়া, জীবনযাত্রা ও আবাসনে অভূতপূর্ব উন্নতি করেছে। তাই কোম্পানিগুলো মনে করছে, 'আমরা কেন বারবার বেতন বাড়াব?' এটা বলাই যায়, সৌদি আরবে একজন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সম্ভবত বিশ্বের অন্য যেকোনো স্থানের সমমানের কর্মকর্তার তুলনায় বেশি বেতন পান।

1

অন্যদিকে পরামর্শক প্রতিষ্ঠান মারসারের মতে, ৭০০টির বেশি কোম্পানির ওপর করা একটি জরিপে দেখা গেছে, ২০২৫ সালে সৌদি আরবে বিভিন্ন খাতের বেতন গড়ে ৪ শতাংশ বাড়তে পারে। ভিশন ২০৩০ অর্থনৈতিক বৈচিত্র্য পরিকল্পনার আওতায় সৌদি আরব মধ্যপ্রাচ্যে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী কোম্পানিগুলোর জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

বৈশ্বিক কোম্পানিগুলো সৌদি আরবে স্থানীয় সুযোগ-সুবিধা কাজে লাগাতে রিয়াদে নতুন অফিস খুলছে। এর মধ্যে প্রাইভেট ইকুইটি থেকে শুরু করে আইন সংস্থা, সব ধরনের প্রতিষ্ঠানই আছে। দেশটির বৃহৎ মেগা-প্রকল্পগুলোয় প্রতিভাবান কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। একই সঙ্গে পরিবারবান্ধব গন্তব্যে পরিণত হওয়ার লক্ষ্যে সৌদি আরব আন্তর্জাতিক স্কুল, সাংস্কৃতিক কেন্দ্র ও আধুনিক অবকাঠামোয় বিনিয়োগ করছে। এক্ষেত্রে উলেস্নখযোগ্য অগ্রগতিও অর্জন করেছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে