বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ইউফিল-এর এমডি ও সিইও হলেন ওয়ালি উলস্নাহ

  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইউফিল-এর এমডি ও সিইও হলেন ওয়ালি উলস্নাহ
ইউফিল-এর এমডি ও সিইও হলেন ওয়ালি উলস্নাহ

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (ইউফিল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওয়ালি উলস্নাহ্‌। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) যোগদান করেছেন তিনি।

ইউফিল-এ যোগদানের আগে, মো. ওয়ালি উলস্নাহ্‌ অগ্রণী ব্যাংক পিএলসি এবং সোনালী ব্যাংক পিএলসি-তে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন, যা দেশের দুটি বৃহত্তম এবং স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান। তার মেয়াদে, মো. ওয়ালি উলস্নাহ্‌ দেশ-বিদেশে একাধিক অঞ্চলে শাখা ব্যবস্থাপক, জোনাল হেড, সিএফও, এবিটিআই-এর ফ্যাকাল্টি মেম্বার, এবং অগ্রণী ব্যাংক পিএলসি-তে জেনারেল ম্যানেজার সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কর্পোরেট ফাইন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কৌশলগত পরিকল্পনা সহ ব্যাংকিং এর বিভিন্ন দিক জুড়ে মো. ওয়ালি উলস্নাহ্‌ বিস্তৃত অভিজ্ঞতা বাংলাদেশের গতিশীল আথিক পটোভূমিতে ইউফিল কে অন্যন্য অবস্থানে নিয়ে আসবে। তার নেতৃত্বে ব্যক্তি এবং প্রতিষ্ঠান এর জন্য একটি বিশ্বস্ত অংশীদার হিসাবে ইউফিল এর অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। তার নিয়োগের সময়, মো. ওয়ালি উলস্নাহ্‌ কোম্পানির জন্য তার পরিকল্পনা সম্পর্কে বলেন, আর্থিক খাতের এমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা একটি সম্মানের বিষয়। আমি আমাদের স্টেকহোল্ডারদের আমানত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ইউফিল -এর প্রতিভাবান দলের সাথে একত্রে, আমি কোম্পানির দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন এবং শিল্পে একটি অর্থবহ প্রভাব ফেলতে উন্মুখ। বিজ্ঞপ্তি

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে