সাউথইস্ট ব্যাংক পিএলসি. তাদের ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে "বিজনেস পলিসি এবং পস্ন্যানিং কনফারেন্স-২০২৫" এর আয়োজন করে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানবৃন্দ, সকল উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ এই কনফারেন্সে অংশগ্রহণ করেন। এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান এবং সাউথইস্ট ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ যথাক্রমে আজিম উদ্দীন আহমেদ, মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ,মো: আকিকুর রহমান,নাসির উদ্দিন আহমেদ,এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সিংগেল ক্লিক আইটি সল্যিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম. মইন আলম ফিরোজী। বিজ্ঞপ্তি